মধ্য রামচন্দ্রপুর গ্রাম হোসেনপুর ইউনিয়ন
আমাদের গ্রামের নাম মধ্য রামচন্দ্রপুর, ওয়ার্ডঃ ২নং, ইউনিয়নঃ হোসেনপুর, উপজেলাঃ পলাশবাড়ী, জেলাঃ গাইবান্ধা। আমাদের গ্রামের পূর্বদিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ও অভিরামপুর গ্রাম, পশ্চিমদিকে জগ্ননাথপুর ও দৌলতপুর, উত্তরদিকে ঝাপড় এবং দক্ষিণদিকে গোবিন্দগঞ্জ উপজেলার শিখশহর ও আখিরা ফতেপুর গ্রাম অবস্থিত।
নামকরণের ইতিহাসঃ ধারণা করা হয় কোন একসময় রামচন্দ্র নামের এক জমিদার বিশাল একটি এলাকা শাসন করতেন। তিনি তার জমিদারি তিনটি ভাগে বিভক্ত করেন। তার মধ্যে একটি হচ্ছে মধ্য রামচন্দ্রপুর। বাকি দুটি অঞ্চল এখনো পূর্ব ও পশ্চিম রামচন্দ্রপুর হিসেবেই পরিচিত।
আমাদের গ্রামের প্রাণকেন্দ্র বলা হয় হাসবাড়ী হাইস্কুল সংলগ্ন বাজারকে। এই গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অতিপরিচিত জায়গা হচ্ছে হাসবাড়ূী হাইস্কুল ও স্কুলের খেলার মাঠ। এছাড়াও গ্রামটিতে তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, বেশ কয়েকটি মসজিদ ও মন্দির রয়েছে।
আমাদের গ্রামটিতে প্রধাণত দুটি ধর্মের মানুষ বসবাস করে। ইসলাম ধর্মের পরেই হিন্দু ধর্মের অবস্থান।
আমাদের গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি। বিভিন্ন ধরনের সবজি ও ফসল চাষ হয় এখানে। এছাড়াও কলা ও পান চাষ এখানকার মানুষের অন্যতম উৎপাদিত ফসল।
গ্রামটিতে প্রবেশের সবচেয়ে সহজ ও প্রধান পথ হচ্ছে কোমরপুর বাসস্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার পশ্চিমদিকে যেতে হবে। বগুড়া-রংপুর মহাসড়কের কোমরপুর বাসস্ট্যান্ডে নামার পর কোমরপুর চারমাথা থেকে সোজা পশ্চিমদিকে হাসবাড়ী নামক স্থানে নামতে হবে। যা গ্রামটির প্রধান মিলনস্থল। যোগাযোগের প্রধান সড়কটি পাকা রাস্তা।
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ-Nokola Upozala নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রামসমূহ-Nalitabari upozela কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…
শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…