বড়বেল ঘড়িয়া গ্রাম আটমূল ইউনিয়ন
আমার গ্রামটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন এ অবস্থিত। গ্রামের নামটি বড়বেল ঘড়িয়া (সৈতপুর নামেও পরিচিত)। সবুজ প্রাকিতিক পরিবেশের এক নীলাভুমি আমার গ্রাম। আমার গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে গ্রামে রয়েছে তিনটি মাদ্রাসা। গ্রামের উল্লেখ্য বড় মাদ্রাসার নাম বড়বেল ঘড়িয়া জে আই দাখিল মাদ্রাসা। গ্রামের মুসলিমদের নামাজের জন্য গ্রামে আছে সাতটি মসজিদ।
গ্রামের পূব পশ্চিম ও উত্তর পাশে সবুজ ফসলের মাঠ দক্ষিনের রাস্তা আটমুল ইউনিয়নকে উপজেলার সাথে যুক্ত করেছে। গ্রামের উচ্চ শিক্ষিত ছেলে/ মেয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাই মানুষের সেবাই নিয়জিত আছেন (মিহির জে ইউ, নুরুন ইসলাম জে ইউ)। সকলে একসাথে মিলেমিশে আমারা বসবাস করি। মহান আল্লাহ্ র কাছে এই দোওয়াই করি জে সারা জীবন জেন এই ভাবেই সকলে এক সাথে থাকতে পারি। আল্লাহ হাফেজ।
প্রয়োজনে-মো: রকিবুল ইসলাম জয়( 01795570889)