বেলেঘাট গ্রাম এস.বি.কে.ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বেলেঘাট গ্রাম এস.বি.কে.ইউনিয়ন

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বেলেঘাট গ্রামটি অবস্থিত। এটি মহেশপুর থেকে ৪ কিঃমিঃ উত্তরে অবস্থিত। গ্রামের পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে বয়ে চলেছে কপোতাক্ষ নদ,উত্তরে বিজিবি ক্যাম্প(খালিশপুর)ও মাঠ,পূর্বে বেলেঘাট মাঠ এবং দক্ষিণে মাঠ ও ভালাইপুর গ্রাম।

গ্রামের নামকরণ নিয়ে যে কথাটি প্রচলিত আছে সেটা হলো,এই গ্রামের নদীর ঘাটে প্রচুর বালি আছে।সে কারণে গ্রামের নাম বেলেঘাট।গ্রামের পুরাতন নাম ছিল কান্দেবপুর।বেলেঘাট গ্রামে উল্লেখযোগ্য কোন ব্যক্তিবর্গ নাই।তবে বর্তমানে অনেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। আমাদের গ্রামে কোন শিক্ষা-প্রতিষ্টান নেই।গ্রামের অধিকাংশ মানুষই কৃষক।তবে কয়েকজন ক্ষুদ্রব্যবসায়ী আছে।গ্রামে একটি মসজিদ ও একটি ঈদগাহ আছে।তবে কোন খেলার মাঠ নাই।

গ্রামে অল্পসংখ্যক হিন্দু পরিবার বসবাস করে এবং তাদের জন্য একটি অস্থায়ী মন্দির আছে। হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করে।

মোঃসবুজ হোসাইন,শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।মোবাইল:০১৭৫৭১৬৭৭৩৭