বেতকান্দী গ্রাম পঞ্চক্রোশী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বেতকান্দী গ্রাম পঞ্চক্রোশী ইউনিয়ন

বেতকান্দী গ্রাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত একটি গ্রাম। আয়তনের দিক দিয়ে এটি জেলার বৃহত্তম একটি গ্রাম। বেতকান্দী উল্লাপাড়ার পূর্ব দিকে অবস্থিত। এর পূর্বে শাহীকোলা ও প্ঞ্চক্রোশী গ্রাম, দক্ষিণে ভদ্রকোল,মাটিকোড়া ছোট ও বড় লক্ষী-পুর, দক্ষিণ-পশ্চিম এ পূর্বসাতবাড়িয়া, পশ্চিমে বেতবাড়ী, রামকান্তপুর, কালিগন্ঞ্জ ও বন্যাকান্দী। উত্তরে বন্যাকান্দী, মনিরপুর, দমদমা। উওর-পূর্বে দমদমা, জটিবাড়ী(কামারখন্দ উপজেলা) বনবাড়িয়া। গ্রামের জনসংখ্যা প্রায় ১০০০০। প্রায় ১০% লোক গ্রামের বাইরে কাজ করেন।

গ্রামের সাথে দুইটি বাজার একটি সাপ্তাহিক হাঁট ও একটি রেলস্টেশন বয়ে গেছে। গ্রামে বর্তমানে কোন নদী না থাকলেও বিশাল চর ও বালু দেখে অনুমান করা যায় এখানে একসময় নদী ছিলে। বর্তমানে একটি বিল আছে গ্রামের পশ্চিমে। গ্রামের ভিতর দিয়ে তিনটি রাস্তা বয়ে গেছে(দুইটি আংশিক পাঁকা একটি আন্ত জেলা রাস্তা)। এই গ্রামের ভেতর দিয়ে একটি রেললাইন বয়ে গেছে। এছড়া ঢাকা রংপুর মহাসড়ক ব্যাতীত সিরাজগঞ্জ এ যাতায়াতের দুইটি রাস্তার একটি বয়ে গেছে এই গ্রাম দিয়ে।

গ্রামে ২ টি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি মহিলা কলেজ(এখনো চালু হয়নি) রয়েছে।

গ্রামে একটি কওমী হাফিজিয়া মাদরাসা ও ১১ টি মসজিদ ও দুইটি ঈদগাহ মাঠ রয়েছে। একটি বৃহৎ কবরস্থান রয়েছে।

কৃষি কাজ এখানকার প্রধান পেশা, ধান প্রধান ফসল। এছাড়াও পাট, সরিষা ও সবজিরও আবাদ হয়।

গ্রামটি শতভাগ বিদ্যুৎতায়ীত।

এই গ্রামের সন্তান মোহাম্মদ নূরনবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক(রসায়ন বিভাগ)।

এখানকার মানুষ খুব নরম মনের।