বুধন্তি ইউনিয়ন
বুধন্তি ইউনিয়ন টি বিজয়নগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম বিজয়নগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৫ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অংশ বিশেষ। বিজয়নগর উপজেলার সর্ব-উত্তর দিকে এই ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে চান্দুরা ইউনিয়ন ও হরষপুর ইউনিয়ন, পূর্ব দিকে হরষপুর ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন , উত্তর দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভা ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন ও সরাইল উপজেলার শাহজাতপুর।
গ্রামসমূহ
কেনা
তালতলা
সেমড়া
মেরাশানী
শশই
ইসলামপুর
বীরপাশা
ফতেপুর
বারঘড়িয়া
বিন্নিঘাট
শ্রীনগর
আলীনগর
খাতাবাড়ী
গাছতলা
সাতবর্গ
বুধন্তি ইউনিয়ন টি বিজয়নগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম বিজয়নগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৫ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অংশ বিশেষ। বিজয়নগর উপজেলার সর্ব-উত্তর দিকে এই ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে চান্দুরা ইউনিয়ন ও হরষপুর ইউনিয়ন, পূর্ব দিকে হরষপুর ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন , উত্তর দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভা ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন ও সরাইল উপজেলার শাহজাতপুর।
তালতলা গ্রামের নামকরণ : ‘ তাল ‘ অর্থ তালগাছ , ‘ তলা ‘ অর্থ পুকুর তালতলা গ্রামের দক্ষিণে পাড়ে তাল গাছ এক পায়ে দাড়িয়ে আছে । তবে গ্রামের উত্তর ভাগে সামান্য উচু জায়গায় ও জমিতে তালগাছ উকি মেরে আছে । তাই তলা ‘ বলতে এখানে তল বঝানাে হয়েছে যার অর্থ নিঃদেশ , পৃষ্ঠ ও ক্ষেত্র । তালগাছ এখন গ্রামের পর্বের রাস্তার উভয় পাশে এসে দাড়িয়ে আছে এবং তালগাছ সারা গ্রামে শ্রীবৃদ্ধি সাধন করেছে । তালগাছ ও পুকুর থেকেই তালতলা গ্রাম নামকরণ হয়েছে ।