বালান্দোর গ্রাম ভান্ডারা ইউনিয়ন
বাংলাদেশের উত্তরে অবস্তিত দিনাজপুর জেলার বিরল থানার ৬নং ভান্ডারা ইউনিয়ন বালান্দোর গ্রাম।
এই গ্রামটি শহর থেকে অনেক দুরে একটি গ্রাম এই গ্রামে এক লোক বাস করতো যার নাম ছিলো বালাম। সে লোকটি ব্যাবসা করতো। তার একটা নিয়ম ছিলো কোনো দ্রব্য কিনলে অনেক দোরদাম করতেন শুনা যায় তার নাম অনুসারে গ্রামের নাম করন করা হয় বালান্দোর গ্রাম
এখানে রয়েছে একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র বিরল স্থল বন্দর। এখানে রয়েছে একটি বৃহৎ তম ঈদগাহ মাঠ।
এই গ্রামে রয়েছেন বেশ কয়েক জন মুক্তিযদ্ধা। যেমন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শামু
বালান্দোর গ্রামে আছে ১টি হাই স্কুল ও ২টি প্রাইমারি স্কুল।
এখানকার প্রশাসন ব্যবস্থা অনেক ভালো। এই গ্রামে একটি বিডিআর ক্যাম্প আছে। সর্বদাই জনগণের কল্যানে নিয়জিত থাকেন।
মোবাইল নাম্বার ০১৭৮৪৯৫০৬৭৯