বাদৈর ইউনিয়ন
বাদৈর ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৩নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ।
কসবা উপজেলার উত্তর দিকে বাদৈর ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের পূর্ব দিকে রয়েছে বিনাউটি ইউনিয়ন, দক্ষিণ দিকে খাড়েরা ইউনিয়ন , পশ্চিম দিকে মেহারী ইউনিয়ন এবং উত্তর দিকে রয়েছে মূলগ্রাম ইউনিয়ন ও আখাউড়া উপজেলার ধরখাড় ইউনিয়ন।
গ্রামসমূহ
বর্ণী
হাতুরাবাড়ি
জমশেরপুর
কালসার
মান্দারপুর
পদুরা
শিকার পুর
বাদৈর ইউনিয়নের নামকরণ ; কেউ কেউ বলেন , বনে – বাদাড়ে — বাদৈর । হাতনির বিলের দক্ষিণ পাড়ে বাদৈর গ্রাম অবস্থিত । শত শত বছর আগে বন – বাদাড়ে পরিপূর্ণ ছিল এ গ্রাম । অনেকেই বলেছেন — তিনলাখ পীর থেকে পশ্চিমে নবীনগরের শাহপুর পর্যন্ত অবস্থিত । পােড়া রাজার জাঙ্গাল । এটিকে লােকেরা বাধ বলত । কারণ বিলের দক্ষিণে অবস্থিত গ্রামগুলাের ফসল রক্ষা পেত বাঁধ থাকার কারণে । এ বাঁধ থেকে বাদৈর নামকরণ করা হয়েছে । এটি গ্রহণযােগ্য মত । আরেকটি মত হলাে — বাদৈর গ্রামে এক সময় বড় বড় বটবৃক্ষ ছিল । এ গাছগুলােতে প্রচুর বাদুর ঝুলে থাকত । এ থেকেই এ গ্রামের নাম বাদৈর হয়েছে ।