বাজার গোপালপুর গ্রাম মধুহাটি ইউনিয়ন
আমার গ্রামের নাম বাজার গোপালপুর।আমাদের গ্রামের 80% মানুষ কৃষক।আমাদের গ্রামের পাশ দিয়ে চিত্রা নদী বয়ে গেছে । আমার গ্রামের উত্তরের রয়েছে বড় বাড়ি গ্রাম দক্ষিণের চিত্রা নদী পূর্ব পাশে দুর্গাপুর গ্রামএবং পশ্চিমে চারকোল গ্রাম।
আমাদের গ্রামে পুলিশ ফাঁড়ি আছে।আমাদের গ্রামে গোপাল নামে এক হিন্দু জমিদার ছিল আর এখানে অনেক বড় বাজার বসত এই জন্য গ্রামের নাম বাজার গোপালপুর নাম করন হয়েছে। আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, গার্লস স্কুল এবং এতিমখানা আছে। এছাড়া আমাদের গ্রামে গ্রামীণ ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক এছাড়া আরো নানা ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে আছে।