বাঘাডাঙ্গা গ্রাম নেপা ইউনিয়ন

বাঘাডাঙ্গা গ্রাম নেপা ইউনিয়ন

বাঘাডাঙ্গা বাংলাদেশের একটি সীমান্তবর্তী গ্রাম। মহেশপুর থানার বৃহত্তর গ্রামগুলোর মধ্যে অন্যতম।এটি মহেপুর থানার সবচেয়ে বেশি শিক্ষার এই গ্রামে।প্রচীন কাল থেকেই এই এলাকার বাঘা বাঘা (প্রভাবশালী, মাতব্বর) লোকের বসবাস ছিলো এইগ্রামে এবং গ্রামটি আশেপাশের গ্রামথেকে উঁচু (ডাঙ্গা জমি) জায়গা নিয়ে গঠিত  ছিলো বলে এর নামকরণ করা হয় বাঘাডাঙ্গা (Baghadanga)।

গ্রামের তিন ধার দিয়ে বয়েগেছে ইছামতী নদী যা বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে।গ্রামে ১টি প্রাথমিক বিদ্যালয়,১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি হাফেজি মাদ্রাসা, ৬টি জামে মসজিদ ২টি ওয়াক্তিয়া মসজিদ, ১টি কেজি বা প্রিকেডেট স্কুল এবং একটি বড় বাজার আছে। গ্রামের পশ্চিম পাড়ায় একটি বাওড় আছে যার কিনারায় বৃটিশ নীলকুঠি ছিলো বর্তমানে তার ধ্বংসাবশেষ আছে। মহেশপুর উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান মোঃ বজলুর রহমান। তিনি পূর্ব পাকিস্তানের বিমান বাহিনীতে চাকরি করতেন, মুক্তিযুদ্ধে তিনি এলাকার কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা।তার পুত্র একজন পররাষ্ট্র সচিব হিসেবে এখনও কর্মরত আছেন।

গ্রামে বেশ কয়েকজন বিসিএস ক্যাডার এবং অনেক সরকারি ও বেসরকারি কর্মকর্তা আছে।গ্রাম থেকে প্রতি বছর ৪০/৫০ জন এসএসসি এবং ৩০/৪০ জন এইচএসসি পাস করেন। আল্লাহর এক অপরুপ নিদর্শন আমাদের এই গ্রাম।