বসুখালী গ্রাম শোভনালী ইউনিয়ন
আশাশুনী থানার শোভনালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বসুখালী গ্রাম।গ্রামটি প্রাকৃতিক ঔশয্যের এক লীলাভূমি যেন।গ্রামটির পূর্বে আছে বাটরা,গোদাড়া গ্রাম পশ্চিমে আছে কালিগঞ্জ থানার সন্যাসীর চক গ্রাম উত্তরে আছে কামালকাঠি এবং দক্ষিনে আছে লতাখালী গ্রাম।
শিক্ষা প্রতিষ্ঠানঃ
এখানে একটি দাখিল মাদ্রাসা একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাফিজিয়া মাদ্রাসা আছে।
উল্লেখ যোগ্য ব্যাক্তিত্বঃ
- আলী হায়দার (একজন সমাজসেবক এবং রাজনৈতিক ব্যাক্তিত্ব)
- মাওলানা আকবর আলী(একজন আলেম এবং অত্যান্ত শ্রদ্ধেয় ব্যাক্তি তিনি একাধারে মাদ্রাসা ছুপার,সমাজসেবক,এবং ধর্মীয় নেতা)
- প্রয়াত এনায়েত গাজী(তিনি বসুখালী গ্রামের গোড়াপত্তনের সময়কার গুরুত্বপূর্ন ব্যাক্তিত্ব
- ডা.আব্দুস সাত্তার(তিনি একজন বিশিষ্ঠ হমিওপতি ডাক্তার এবং শিক্ষক একই সাথে বসুখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা)
বসুখালী গ্রামের অধিকাংশ মানুষ পেশাই চাষী। সাতক্ষীরার বিখ্যাত সাদা সোনা নামে পরিচাত চিংড়ি মাছ,সিংহভাগ মানুষ এই চিংড়ি চাষের সাথে জড়িত। সবুজ শ্যামলে ঘেরা এই গ্রামে প্রায় ৩০০০ মানুষের বসবাস।