বর্ষাপাড়া গ্রাম হিরন ইউনিয়ন
বর্ষাপাড়া গ্রামটি অনেক সুন্দর এবং সবুজ প্রকৃতিতে আচ্ছাদিত একটি গ্রাম। গ্রামটির সাথে গ্রামের মানুষদের নিবিড় আন্তরিকতায় মিশে আছে গ্রামের সোঁদাগন্ধ মাটি, আলো-বাতাস, মাঠ-ঘাট-জল। বর্ষাপাড়া গ্রামটি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় অবস্থিত। কোটালীপাড়া পৌরসভা সদর দপ্তর থেকে ৬-৭ মাইল দূরে গ্রামটির অবস্থান।
গ্রামটি আয়তনে বিশাল না হলেও খুব একটা ছোট নয়।এর ভূমি খুব উর্বর গ্রামের ফসলি মাঠ বর্ষায় পানিতে নিমজ্জিত থাকে। পলির মসৃণ আস্তরণে ভরে ওঠে মাঠের বুক। গ্রামটির অধিবাসীদের মধ্যে কৃষক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন পেশার লোক রয়েছে। গ্রামটি একটি আদর্শ গ্রামের সকল বৈশিষ্ট্য ধারণ করে। সকলেই পরমাত্মীয়ের মত বাস করে গ্রামটিতে।
গ্রামটিতে শিক্ষা,স্বাস্থ্য ও বিনোদন সমৃদ্ধ প্রতিষ্ঠান বিদ্যমান। গ্রামটিতে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, রেস্তোরা, এ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক গ্রামীণ ডাক্তারখানা, ক্ষুদ্র গার্মেন্টস ফ্যাক্টরি, পশু ও মাছের ব্যাবসায়িক খামার, মাদ্রাসা, মসজিদ (হিন্দু বা খ্রিস্টান ধর্মালম্বীদের জনসংখ্যা নেই বললেই চলে তাই মন্দির বা গির্জা নেই)ঈদগাহ মাঠ, কবরস্থান, সুপরিকল্পীত বাজার।
যোগাযোোগ ব্যবস্থায় রাস্তাঘাট এর গুরুত্ব অপরিসীম। আমাদের গ্রামের মধ্য দিয়ে পরিকল্পিত পাকা রাস্তা(মহাসড়কের আদলে) গিয়ে়ে সংযুক্ত হয়েছে গোপালগঞ্জ-কোটালীপাড়া-গৌরনদী মহাসড়কে। গ্রামটিতে দুটি খেলার মাঠ রয়েছে। গ্রামটির পাশেই আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গ্রামটির উন্নয়ন উল্লেখযোগ্য, গ্রামটিতে সাইবার ক্যাফে, Wi-fi ব্যবস্থা এবং অনলাইন ব্যাংকিং এর সুবিধাও আছে, গ্রামটিতে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ব্যাংক রয়েছে ।গ্রামটিির বিল-ঝিলে স্ফটিক স্বচ্ছ জল।
তারি নিটোল বুকে শাপলা আর পদ্মেরর মনোহর ভিড়। গ্রামটিতে রয়েছে বিস্তৃত ফসলের মাঠ যা কোোবির ভাষায় বলতে গেলে দাঁড়ায়,
“আমাদের গ্রামখানি ছবির মতন
মাটির তলায় এর ছড়ানোো রতন।”
আমাদের গ্রাম টির কিছু উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে আছে:- অতুলনীয় প্রযুক্তিগত উন্নয়ন, শিক্ষার হার দ্রুত বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা এবং সুন্দর সমাজ ব্যবস্থা।