ফলগাছ গ্রাম বামনডাঙ্গা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ফলগাছ গ্রাম বামনডাঙ্গা ইউনিয়ন

বাংলা মায়ের অন্য সব গ্রামের মতোই আমাাদের এ গ্রাম ফলগাছা ও আল্লাহপাকের অপরুপ  সৌন্দর্যে সাজানো। এক সময় নাকি অনেক ফলের গাছ ছিলো আর সেখান থেকে এ গ্রামের নাম হয় ফলগাছা।

বর্তমান গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের সাংসদ  ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এই ফলগাছা গ্রামের কৃতী  সন্তান।   তিনি এই গ্রামকে আরো নান্দনিক করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। 

গ্রামের সব শ্রেণি,  পেশার মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। শিক্ষা দীক্ষায় আমাদেরএ গ্রামটি অনেক উন্নত। ফলগাছা স্কুল, মাদ্রাসা, বালিকা বিদ্যালয়,  পাটোয়ারী কলেজ,  হাজী এলাহী স্কুল,  ঐতিহ্যবাহী হাফেজিয়া মাদ্রাসা সহ অনকে প্রতিষ্ঠান রয়েছে আমাদের গ্রামে।                        

রুহুল আমিন কারী সাহেব ও মফিজুল ইসলাম পাটোয়ারী ছিলেন এই এলাকার সমাজ সংস্কারক ও মহান ব্যক্তি। 

আসলেই সত্যি – আমাদের গ্রাম মায়ের সমান

আর তাই তো যেখানেই থাকি মন যেন মায়ের কাছেই পড়ে থাকে।

আর্টিকেলঃঃ  মোঃ মিজানুর রহমান পন্ডিত 

০১৭৩১৬৬৯০৫৫         

FB IMG 16048479274679146 19a8dd99