প্যারাকান্দা গ্রাম বিদ্যাকুট ইউনিয়ন
বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের দক্ষিণে প্যারাকান্দা নামে একটি নতুন গ্রাম গড়ে উঠেছে । উরখুলিয়া গ্রামের তারা মিয়া নামে এক ব্যক্তি মনিপুর গ্রামের উত্তর পাশে একটি নতুন বসতি স্থাপন করেন । স্থানীয় লােকজন ঐ তারা মিয়াকে ব্যাঙ্গ করে প্যারা মিয়া সম্বোধন করতো। এক পর্যায়ে তারা মিয়া রূপ নেই প্যারা মিয়াতে। ফলে ঐ গ্রামের নামও তারাকান্দা হওয়ার ফলে প্যারাকান্দা নামে রূপান্তর হয়।