পূর্ব কলাউজান গ্রাম কলাউজান ইউনিয়ন
গ্রামের নাম পূর্ব কলাউজান
চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার অন্তর্গত কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব কলাউজান নামে পরিচিত আমার এই ছোট্ট গ্রামটি। এটি কলাউজান ইউনিয়নের পূর্ব পাশে অবস্থিত। গ্রামের উল্লেখযোগ্য স্থান হচ্ছে গ্রামের পাশদিয়ে বয়ে চলা টঙ্কাবতী খাল।
গ্রামের ইতিহাস যতটুকু জানা যায় তার মতেঃবৃটিশ শাসন আমলে বৃটিশরা যখন জরিপ করতে আসে তখন দেখতে পাই টঙ্কাবতী খাল দিয়ে (খালের উৎপত্তিস্থল পাহাড় থেকে) প্রচুর কলাগাছ ভেঁসে আসতো এটা দেখেই দায়িত্ব প্রাপ্ত বৃটিশ কর্মকর্তা কলাউজান নামটি নির্ধারণ করে জরিপ সম্পন্ন করেন।
গ্রামের উল্লেখযোগ্য ব্যক্তি হলেনঃ
- জনাব মকবুল আহমদ (সাবেক এটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
- জনাব ড.মুহাম্মদ ইসমাইল (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়)
- হাবিবুর রহমান (সাবেক সচিব চা বোর্ড)
- ডা মোমিনুল হক (বিসিএস স্বাস্থ)
- এডভোকেট শাহেদুল ইসলাম সাহেদ(চট্টগ্রাম জর্জ কোর্ট)
- ডা.মোস্তাফিজুর রহমান(সাবেক প্রধান কারা চিকিৎসক,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার)