পিঠাভোগ গ্রাম ঘাটভোগ ইউনিয়ন
আমার গ্রামের নাম পিঠাভোগ, আমার গ্রাম টি দেখতে যতটা সুন্দর ততটাই বসবাসের ও উপযোগী। আমার গ্রাম টি খুলনা জেলার রুপসা উপজেলার আঠারোবাকি তীর ঘেঁষে অবস্থিত। আমাদের গ্রামটি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। কারণ পিঠাভোগ গ্রামে রয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের বসতভিটা।