একনজরে পাহাড়পুর ইউনিয়ন

পাহাড়পুর ইউনিয়ন
পাহাড়পুর ইউনিয়ন টি বিজয়নগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১০নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম বিজয়নগর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৫ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অংশ বিশেষ। বিজয়নগর উপজেলার পূর্ব দিকে পাহাড়পুর ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে বিষ্ণুপুর ইউনিয়ন, পশ্চিম দিকে বিষ্ণুপুর ইউনিয়ন, চম্পকনগর ইউনিয়ন ও ইছাপুরা ইউনিয়ন, উত্তর দিকে হরষপুর ইউনিয়ন  এবং পূর্ব দিকে রয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা প্রদেশ।

গ্রামসমূহ
দাড়িয়াপুর
ভুটাংবাড়ী
লতিফপুর
খাটিংগা
জয়পুর
সহদেবপুর
দৌলতপুর
মহব্বতপুর
ঘনেশপুর
ঝুঝুন্ডমুড়া
ভাটিরপাড়া
আলাকপুর
আদমপুর
কামালপুর
ঘিলামুড়া
নয়নপুর
মধুপুর
অনন্তপুর
অলিপুর
কচুয়ামুড়া
মাধবেরবাগ
ভিটিদাউদপুর
শলীফপুর
শ্যামপুর
রূপা
সেজামুড়া
গোয়ালনগর
দলিলনগর
জসমন্তপুর
কামালমুড়া
মুকুন্দপুর
চানপুর
নজরপুর
ধোরানাল
লক্ষীপুর
মধুপুর
বামুটিয়া
মনিপুর
জলিলপুর
ছানীপুর