পানিয়ারূপ গ্রাম কায়েমপুর ইউনিয়ন

hard logo

পানিয়ারূপ গ্রাম কায়েমপুর ইউনিয়ন

পানিয়ারূপের আদিনাম শ্যামপুর। এক সময় গ্রামটি নিম্নভূমি ছিল। সারা বছর জল লেগে থাকত। জলজ উদ্ভিদে ভরপুর গ্রামটি দেখতে অপরূপ ছিল। গ্রামটির পশ্চিমে বিলঘর। এ গ্রামটি বিলের পাড়ে অবস্থিত। জল, জলজ উদ্ভিদ ও গাছগাছালির রূপে অপরূপ বলেই গ্রামটির নাম পানিয়ারূপ। শ্যাম অর্থ সবুজ। গুল্মবিরুৎ বৃক্ষের সমাহারে সবুজ-শ্যামল গ্রামের নামই শ্যামপুর। আর গ্রামের পশ্চিমে বিলের জলের অপরূপ বর্ণনা থেকে পানিয়ারূপ।