পাঠলী গ্রাম রাজিউড়া ইউনিয়ন
তেলিখালের উত্তরে পাঠলী গ্রাম টি অবস্থিত। এই গ্রামের আদিকাল তেকেই মানুষ পাঠ চাষ করে আসছে তাই এই গ্রামের নামকরণ করা হয় পাঠ তেকে পাঠলী। এই গ্রামের অনেক গণ্যমাণ্য ব্যক্তি আছে যেমন,মুতি সর্দার,জহুর আলী মেম্বার, আলম উল্লা সর্দার,ফরিদসহ আরো অনেক। ০১৭১৮৯৯৪৪৯৩