পাঁচ ঘরিয়া গ্রাম রামনারায়নপুর ইউনিয়ন
আমাদের গ্রামটি অত্যন্ত সুন্দর এবং মনোরম । এই গ্রাম থেকে জন্ম নিয়েছে কয়েকজন সচিব এবং বর্তমান চেয়ারম্যান । আমাদের চেয়ারম্যানের নাম শাহ আলম চৌধুরী যিনি আমার জেঠু । এই গ্রামের প্রধান মসজিদের নাম চৌকিদার বাড়ি জামে মসজিদ।
আমাদের গ্রামের অধিকাংশ মানুষই প্রবাসী, ম্যাক্সিমাম থাকে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাকি যারা আছে তারা দেশের মধ্যে আছে বিভিন্ন চাকরি এবং ব্যবসায় ব্যস্ত ।
আমাদের গ্রামে প্রায় 97% মানুষ শিক্ষিত। মাওলানা নুরুল হক তিনি প্রায় সারা জীবন শিক্ষকতা করে জীবন দিয়েছেন। এছাড়া আমাদের গ্রামে কয়েকজন মুক্তিযোদ্ধা আসে যেমন মুক্তিযোদ্ধাদের মধ্যে আছেন আবুল কাশেম, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, শাহ আলম চৌধুরী, আব্দুল্লাহ মিয়া, আবু ড্রাইভার।
আমার বাবা মোহাম্মদ তসলিম এই গ্রামের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের একজন। যিনি সবসময় আল্লাহর প্রদত্ত নেয়ামত থেকে মসজিদ, মাদ্রাসা এবং মানুষকে দান খায়রাত করে বিগত বছরগুলোতে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
পাঁচ ঘরিয়া গ্রামের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার জন্মগ্রহণ করেছেন যেমন ইঞ্জিনিয়ার মাহমুদ (sites.google.com/diu.edu.bd/mdmahmud) তরুণদের মধ্যে অন্যতম । সে বিদেশ থেকে উচ্চতর শিক্ষা অর্জন করেছেন এবং সে একজন গবেষক।
আমাদের গ্রামের বাড়িগুলো হচ্ছে বেপারী বাড়ি, চৌকিদার বাড়ি, পাটোয়ারি বাড়ি, নাপিত বাড়ি, বড় খাড়ুয়া বাড়ি, ছোট খাড়ুয়া বাড়ি এবং পালের বাড়ি।
সবাইকে ধন্যবাদ আমাদের গ্রামটি দেখার জন্য!