পাঁচশিশা গ্রাম ধারাবারিষা ইউনিয়ন
আমাদের গ্রামের নাম পাঁচশিশা ৷যদিও গ্রামের নামটি কিভাবে নামকরন করা হয়েছে তার সঠিক কোনো তথ্য জানা নেই ৷তবে ধারনা করা যায় পাঁচটা শিশার নামানুসারে এই গ্রামের নাম পাঁচশিশা হয়েছে ৷
পাচশিশা গ্রামটি 5 নং ধারাবারিষা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৷আমাদের গ্রামের পূর্ব দিকে চলনালী গ্রাম,পশ্চিম দিকে দক্ষিন নারি বাড়ি গ্রাম,উত্তর দিকে গুরুদাসপুর উপজেলা,আর দক্ষিনে পোয়ালশুরা দরিপাড়া গ্রাম ৷আমাদের পাঁচশিশা গ্রামের সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে মরহুম মোঃ রিয়াজ উদ্দিন শাহ নামে এক ব্যক্তি ছিল তিনি দুই তিন গ্রামের মাতব্বরী করতো ৷
আমাদের গ্রামের মানুষের অনেক স্বপ্ন ছিলো স্কুল কিংবা কলেজ নির্মান করা কিন্তুু তা আর সম্ভব হয়নি ৷তবে একটা হাফিজিয়া ও কওমীয়া মাদ্রাসা আছে যা পাশের দুই তিন গ্রামে নেই ৷একটি সুন্দর মসজিদ আছে গ্রামের মাঝখানে যেখানে সবাই নামাজ পরতে পারে ৷সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের গ্রামে খেলার কোন মাঠ নেই যার জন্য আমরা বিভিন্ন খেলা খেলতে পারিনা ৷
আমাদের গ্রামের 90% ঘরবাড়ি পাকা আর 10% টিনসেড,বাশ,বেত,দিয়ে তৈরি ৷আমাদের গ্রামের মানুষেরা প্রবাসী,কৃষিকাজ,ব্যবসা, রাজমিস্ত্রি,চাকুরি, করে জীবিকা নির্বাহ করে ৷আমাদের পাচশিশা গ্রামের প্রধান ফসল গুলো হলো রসুন ধান বাংগী যা আমরা নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রফতানি করে থাকি ৷তবে আমাদের গ্রামটা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিক দিয়ে অনেক ভালো আছে ৷