পশ্চিম চর পাংগাশিয়া গ্রাম পশ্চিম ইলিশা ইউনিয়ন

পশ্চিম চর পাংগাশিয়া গ্রাম পশ্চিম ইলিশা ইউনিয়ন

বাংলাদেশের কুইন দ্বীপ ভোলা। এখানকার প্রকৃতির রানী ভোলা সদর একটি উপজেলা। এই উপজিলায় বৃহত্তম ৩নং ইউনিয়ন । পশ্চিম ইলিশা ইউনিয়ন এখানে এই ইউনিয়নের পশ্চিম পাশে একটি গ্রাম অবস্থিত এবং এটি আমার সুন্দর গ্রাম মলিরহাট, চরণান্দ, এবং গ্রামের দক্ষিণ দিক পোখখিয়া এবং চরপাতা। এটি বাংলাদেশের স্বাধীনতার সময়কালে নির্মিত হয়েছে। 

এই গ্রামটি মুক্তিবাহিনী শিবির, মিজি বারী, চৌধুরী বাড়ী, হাফেজ বারী, মাস্টার বারী ইত্যাদি দ্বারা জনপ্রিয়। এই গ্রামের অভ্যন্তরীণ যাত্রীরা মরিজাজী চর ও বরিশালের মেহেন্দিগং উপজির লম্বা যেতে চান। এই জায়গায় জনপ্রিয় ব্যক্তি হলেন হাজী আবদুল কাদের হাওলাদার, মরহুম হাজী সেকান্দার আলী গোল্ডার, অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, মরহুম আবদুর রশিদ মিজি এবং মরহুম হাফিজুর রহমান। জনপ্রিয় স্থান হওলাদার বাজার, মিজি বারী, চৌধুরী বাড়ি, সেকান্দার হাজী বারী, ইলিশা ইউনিয়ন পরিষদ, দারোগা খাল সেতু, রিয়াদ ইট এবং এই জাতীয় তিনটি সরকারী প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয় এবং পাঁচটি মসজিদ নিবন্ধভুক্ত। 

এখানে বড় সমস্যা নিরক্ষরতা। এই গ্রামে প্রায় ৮০% অশিক্ষিত পরিবার, তবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী (Uাবি, জেএনইউ, পিএসটিইউ) এখানে বসবাস করছে।