নারিশা খাল পাড় গ্রাম নারিশা ইউনিয়ন
নারিশা খাল পাড় একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষ প্রবাসী। উক্ত গ্রামের পশ্চিমে পদ্না নদী, উত্তর দিকে নারিশা পশ্চিমচর গ্রাম, পূর্বে নারিশা চৈতাবাতর গ্রাম এবং দক্ষিণে নারিশা বাজার। নারিশা পাড় গ্রামে ঐতিহ্যবাহী সরকারী এক হাজার টন ধারন ক্ষমতার দুটি খাদ্য গোদাম আছে যা গোডাউন নামে পরিচিত।
উক্ত গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে । এই বিদ্যালয় ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই গ্রামে চারটি মসজিদ আছে। উক্ত গ্রামে হাজী আরমান খালাসী নামে একজন ব্যক্তি ছিলেন কথিত আছে তিনি ১০০ বছর আগে পায়ে হেঁটে হজ্জ পালন করেন।