নারায়নপুর গ্রাম নবীনগর পৌরসভা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

নারায়নপুর গ্রাম নবীনগর পৌরসভা

নবীনগর শহর থেকে দুই কিলোমিটার দক্ষিনে নারায়নপুর গ্রাম অবস্থিত।নবীনগর পৌরসভা গঠিত হওয়ার পূর্বে নারায়নপুর গ্রাম ছিল ১২ নং শ্রীরামপুর ইউনিয়ন। নারায়নপর গ্রামের পূর্ব পাশে কনকারা পশ্চিম পাশে শ্রীরামপুর ও গোপালপুর উত্তর পাশে জাল্লা ও দক্ষিণ পাশে ভোলাচং। 🛣️নবীনগর হতে কোম্পানীগঞ্জ সড়কটি নারায়ণপুরের মধ্যভাগ দিয়ে অতিবাহিত হয়েছে এবং গ্রামের পূর্ব পাশে নারায়নপুর ও কনিকাড়া মধ্য দিয়ে 🗾বুড়ি নদী প্রবাহিত হয়ে সীমানা নির্ধারিত হয়েছে। 

গ্রামে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নাম:-

✍️ নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসা।

✍️ নারায়ণ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

✍️ নয়নপুর রেজিস্ট্রিকৃত প্রাথমিক বিদ্যালয়।

✍️ এডুকেশনাল পার্ক ও ব্র্যাক স্কুল।

নারায়ণ পুর গ্রামে অত্যন্ত আন্তরিকতার সহিত বসবাস করছেন হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মের লোক।

মুসলমানদের উপাসনার জন্য মোট ১১ টি মসজিদ এবং হিন্দুদের জন্য রয়েছেন একটি মন্দির।

এখানে আছে নারায়নপুর ঐতিহাসিক চারগ্রাম ঈদগাহ ময়দান। উক্ত ঈদগাহ ময়দানে গত ৪৭ বৎসর যাবৎ নবীনগর উপজেলা সিরাতুন্নবী(সাঃ) উদযাপন পরিষদ কর্তৃক সিরাতুন্নবী(সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে যা সমগ্র বাংলাদেশে পরিচিত ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

উপজেলার একমাত্র স্টেডিয়ামটিও এই ঐতিহ্যবাহী নারায়ণপুরে অবস্থিত। নাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

এই গ্রামে ছোট-বড় প্রায় ০৮ থেকে ১০ টি কবরস্থান রয়েছে।

এখানে আরো আছে দয়ালবাবা হাসান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরিফ সহ একাধিক পীর ফকির এর রোওজা শরীফ। দেশব্যাপী ইসলাম প্রচার ও মানুষকে সঠিক পথ প্রদর্শন করে জায়গা করে নিয়েছেন লক্ষ কোটি ভক্ত ও আশেকানদের হৃদয়ে।

সরকারি স্থাপনা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন টি চমৎকার পরিবেশে নারায়নপুর অবস্থিত।

সরকারি স্থাপনা সড়ক ও জনপদ অফিস।

ব্রাক অফিস।

কৃষিপ্রধান এই গ্রামে শিক্ষার হার প্রায় শতভাগ গ্রামে জন্মগ্রহণকারী অনেকেই আজ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ আসনে দায়িত্ব পালন করছেন।

( সংযোজন চলমান)