নবীনগর পূর্ব ইউনিয়ন
নবীনগর পূর্ব ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্যতম ৬নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ।
নবীনগর উপজেলার মধ্যবিন্দুতে নবীনগর পূর্ব ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে নবীনগর পৌরসভা, দক্ষিণ এবং পূর্ব দিকে শিবপুর ইউনিয়ন উত্তর-পূর্ব দিকে বিদ্যাকুট ইউনিয়ন এবং উত্তর দিকে তিতাস নদী ও কৃষ্ণনগর ইউনিয়ন।
গ্রামসমূহ
বগডহর
ডোপাকান্দা
মোহল্লা
চান্দের চর
সোনাপাড়া