একনজরে নবীনগর পূর্ব ইউনিয়ন

নবীনগর পূর্ব ইউনিয়ন
নবীনগর পূর্ব ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্যতম ৬নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার অন্তর্ভুক্ত। এটি  জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ।
নবীনগর উপজেলার মধ্যবিন্দুতে নবীনগর পূর্ব ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে নবীনগর পৌরসভা, দক্ষিণ এবং পূর্ব দিকে শিবপুর ইউনিয়ন উত্তর-পূর্ব দিকে বিদ্যাকুট ইউনিয়ন এবং উত্তর দিকে তিতাস নদী ও কৃষ্ণনগর ইউনিয়ন।

গ্রামসমূহ
বগডহর
ডোপাকান্দা
মোহল্লা
চান্দের চর
সোনাপাড়া