নন্দনপুর গ্রাম বিনোদনগর ইউনিয়ন
“ছায়া সুনিবিড়,শান্তির নীড় আমার প্রিয় গ্রাম খানি”
আমার গ্রামের নাম নন্দনপুর (কামার পাড়া)।এটি দিনাজপুর জেলার,নবাবগঞ্জ উপজেলাধীন বিনোদনগর ইউনিয়নের হাঁসখোলার বিলের দক্ষিন দিকে অবস্থিত,এর উত্তরে নারায়নপুর, পূর্বে রঘুনাথপুর ও পশ্চিমে চকচান গ্রাম অবস্থিত।পূর্বে এখানকার লোকজন লোহার কাজ করত বলে কামারপাড়া রাখা হয়েছে এর নাম। খুবই ছোট এই গ্রামে মাত্র ২৫ টির মত পরিবার নিয়ে গঠিত।রামকান্ত,বাবুরাম,ভুল্টু প্রমুখ ব্যক্তিদের নিয়ে যাত্রা শুরু হয়েছিল গ্রামটির।
জগদীশ মহন্ত নামে এক মেধাবী চিকিৎসক ছিলেন এই গ্রামে(বর্তমানে অনুপস্থি)
এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষক,কিছু ব্যবসায়ী,চাকুরীজীবি ও রয়েছ। এর আশে পাশে ধান,গম,ভূট্টা,পাট,আখ,পটল,বেগুন,মরিচ,পেয়াজসহ সব ধরনের মৌসুমি ফসল উৎপাদিত হয়।গ্রামের উত্তরে হাসখোলার বিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায়।যার মাধ্যমে আমিষের চাহিদা অনেকটাই পূরণ হয়।ছোট্ট এই গ্রামে সকলে মিলেমিশে সুখে দুঃখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে।
যোগাযোগ,,,,,পীযূষ রায়
বি,এস,সি (অনার্স) ৪র্থ বর্ষ
দিনাজপুর সরকারি কলেজ
মোবাঃ০১৭৬৬৩৯৪৪১৪