ধোপাখালী গ্রাম মনোহরপুর ইউনিয়ন
অবস্থানঃ ধোপাখালী গ্রামটি জীবননগর উপজেলার উত্তর পশ্চিমে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত, যার উত্তরে সন্তোষপুর, পূর্বে মনোহরপুর এবং পিয়ারাতলা, দক্ষিনে কালা এবং পশ্চিমে মাধবখালী এবং গয়েশপুরের কিছু অংশ ছাড়া পুরোটাই ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন।
- ওয়ার্ড নং ০৬
- জনসংখ্যাঃ প্রায় ৭ হাজার
- ভোটার সংখ্যাঃ প্রায় ৪ হাজার
দর্শনীয় স্থানঃ ধোপাখালী গ্রামের মাঝ দিয়ে ঐতিহ্যবাহী ভৈরব নদী বয়ে গেছে যা পর্যায় ক্রমে ঝিনাইদহ, যশোর এবং খুলনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই গ্রামে একটি ২৫০ বছরের অধিক পুরাতন মসজিদ রয়েছে এছাড়াও বিজিবি ক্যাম্প, মুক্তিযুদ্ধের স্মৃতি স্বরুপ ৭ শহীদের মাজার, এবং অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।
শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্টান সমূহঃ প্রাথমিক বিদ্যালয় ০১, মাধ্যমিক বিদ্যালয় ০১, সরকারী মাদ্রাসা ০১, মসজিদ ০৭, ইদগাহ ০১, পোষ্ট অফিস ০১ এছাড়াও ছোট বড় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান রয়েছে। জনসংখ্যার ১০০ শতাংশ মুসলিম (সুন্নী) ধর্মাবলম্বী।