ধন্তা গ্রাম রহিমগঞ্জ ইউনিয়ন

0
42
৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ধন্তা গ্রাম রহিমগঞ্জ ইউনিয়ন

আমাদের গ্রামের নাম ধন্তা। আমাদের গ্রাম ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত।আমাদের থানা হল ফুলপুর এবং জেলা ও  বিভাগ হল ময়মনসিংহ।ফুলপুর – রহিমগঞ্জ পাকা সড়কের পাশেই আমাদের সুন্দর গ্রামটি অবস্থিত।আমাদের গ্রামে ২টি  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি কিন্ডারগার্টেন রয়েছে।রয়েছে বেশ কয়েকটি মহিলা ও কওমী মাদ্রাসা। 

আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে রাংসা নদী যা এখন অবশ্য মরা নদী হয়ে গিয়েছে। নদীটি অতি দ্রুত খনন করা দরকার।তাছাড়া আমাদের গ্রামটি অপরূপ সৌন্দর্যের আধার।চারদিকে সবুজ আর সবুজ। আমাদের ইউনিয়নে আমাদের গ্রাম শিক্ষা, অর্থনীতি, ব্যাবসা ইত্যাদি ক্ষেএে অনেক গুরুত্বহীন ভুমিকা পারন করে। আমাদের গ্রামে অনেক শিক্ষিত এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ রয়েছেন।