দেওয়ান কান্দি গ্রাম চরভাগা ইউনিয়ন
গ্রাম টি চরভাগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত, গ্রামের পশ্চিম পাশে গাজী কান্দি, পুর্ব পাশে মোল্লা কান্দি, উত্তরে মেইন সড়ক উল্লেখযোগ্য স্থান চরভাগা জোড়া ব্রিজ,গ্রামের দক্ষিণে সখিপুর ইউনিয়নের আট নম্বর গ্রাম,গ্রামে ১০০% জনসংখ্যা মুসলমান, জনসংখ্যা প্রায় ১০০০ এর বেশি,মেইন সড়কের জোড়া ব্রিজ থেকে ৩০০ মিটার পশ্চিমে দেওয়ান বাড়ির নামে একটি মসজিদ রয়েছে,,গ্রাম কয়েক ধরনের পদবি রয়েছে যেমন, দেওয়ান,সরকার,খান,হাওলাদার, মোড়ল, ফকির গাইন,ছৈয়াল, মোল্লা ইত্যাদি।
গ্রামে উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গরা হলেন মৃত হাবিব উল্লাহ দেওয়ান,মৃত নুরুল ইসলাম দেওয়ান তাদের পিতা মৃত সোনামদ্দি দেওয়ান তিনি তৎকালীন জমিদার দের সাথে থাকতেন, চরভাগার ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দির সকল জমি তার আওতাধীন ছিল, মুলত তার মাধ্যমেই দেওয়ান কান্দি নাম করন করা হয়। সবাই এক নামে চিনত তাকে,, চরভাগা যখন সখিপুর ইউনিয়নের সাথে ছিল তখন হাবিব উল্লাহ দেওয়ান একবার নির্বাচনে ও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সরকার বাড়ির বাশেদ সরকার যাকে সবাই এখনো এক নামে চিনে,, এ ছাড়া ও বিভিন্ন বাড়ির আরো বিভিন্ন উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ রয়েছে,,
প্রতিষ্ঠান হিসাবে গ্রামে ৩-৪ টি মসজিদ রয়েছে।
01744743645 আরিফ দেওয়ান