দক্ষিণসমুরা গ্রাম ধলঘাট ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দক্ষিণসমুরা গ্রাম ধলঘাট ইউনিয়ন

১.গ্রাম-দক্ষিণ সমুরা 

২.ওয়ার্ড-৯নং

৩.অবস্থান-পূর্বে ঈশ্বরখাইন,পশ্চিমে বাগদন্ডী,উত্তরে ধলঘাট,দক্ষিণে ১৩নং দক্ষিণভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া।

৪.ইতিহাস-বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার এই গ্রামে জন্মগ্রহন করেছিলেন।

৫.মসজিদ-১টি.দেওয়ান হাট জামে মসজি। 

৬.মন্দির-৫টি(ক)শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ উপাসনা কেন্দ্র।(খ) শ্রী শ্রী কৃষ্ণ কালী মাতৃমন্দির। (গ) শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দির।(ঘ)শ্রী শ্রী লোকনাথ মঠ ও মিশন।(ঙ)শ্রী শ্রী মগধেশ্বরী মাতৃমন্দির।

৭.উল্লেখযোগ্য বিষয়-এই গ্রামেই একমাত্র মন্দির, ও মসজিদ মাত্র ৫০ গজের মধ্যে পাশাপাশি অবস্থান নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন রচিত হয়েছে।   শ্রী শ্রী কৃষ্ণকালী মাতৃমন্দির ও দেওয়ান হাট জামে মসজিদ।