দঃজগতপুর গ্রাম রানীপুকুর ইউনিয়ন

hard logo

দঃজগতপুর গ্রাম রানীপুকুর ইউনিয়ন

গ্রামের মত প্রাকিতিক বা মনোরম পরিবেসের জায়গা  ২য় টা হয় না । আমার গ্রামের নাম দঃজগতপুর,১০ নং রানীপুকুর ইউনিয়ন,বিরল উপজেলা ,দিনাজপুর জেলায় অবস্থিত । গ্রামের সাথে জরিয়ে থাকে ছোট বেলার গল্প । আমাদের গ্রামে ১০০ একর জায়গা জুরে ১টি লিচু বাগান   ৮০ একর জায়গা জুরে ১টি আম বাগান আছে ।

এই বাগানের পাসেই রাস্তা,রাস্তার  অপারে শাল বন ।বাগানের মধ্য খানে  একটা খেলাড় মাঠ । ঐ মাঠেই খেলে কাটিয়েছি বাল্য কালের কিছু সময় ।এখন গ্রামে আর তেমন জাওয়া হয় না । খুব মিস করি ঐ  জায়গা গুলো  । আমাদের গ্রাম  লিচু আর আম চাষে বিখ্যাত ।গ্রামের সাল বনের সন্দৌ্য্যর সেষ ণাঈ…।বনের ভিতরে রাখাল ভাইয়েরা বাশী বাজিয়ে অন্য এক ধরনের আনন্দ  বজায় রাখে ।এক কথায় গ্রামের অনুভুতিটাই আলাদা …।।