দঃজগতপুর গ্রাম রানীপুকুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দঃজগতপুর গ্রাম রানীপুকুর ইউনিয়ন

গ্রামের মত প্রাকিতিক বা মনোরম পরিবেসের জায়গা  ২য় টা হয় না । আমার গ্রামের নাম দঃজগতপুর,১০ নং রানীপুকুর ইউনিয়ন,বিরল উপজেলা ,দিনাজপুর জেলায় অবস্থিত । গ্রামের সাথে জরিয়ে থাকে ছোট বেলার গল্প । আমাদের গ্রামে ১০০ একর জায়গা জুরে ১টি লিচু বাগান   ৮০ একর জায়গা জুরে ১টি আম বাগান আছে ।

এই বাগানের পাসেই রাস্তা,রাস্তার  অপারে শাল বন ।বাগানের মধ্য খানে  একটা খেলাড় মাঠ । ঐ মাঠেই খেলে কাটিয়েছি বাল্য কালের কিছু সময় ।এখন গ্রামে আর তেমন জাওয়া হয় না । খুব মিস করি ঐ  জায়গা গুলো  । আমাদের গ্রাম  লিচু আর আম চাষে বিখ্যাত ।গ্রামের সাল বনের সন্দৌ্য্যর সেষ ণাঈ…।বনের ভিতরে রাখাল ভাইয়েরা বাশী বাজিয়ে অন্য এক ধরনের আনন্দ  বজায় রাখে ।এক কথায় গ্রামের অনুভুতিটাই আলাদা …।।

 IMG20200702130922 cfc84dc4