তেলপারই গ্রাম জাফতনগর ইউনিয়ন

hard logo

তেলপারই গ্রাম জাফতনগর ইউনিয়ন

আমাদের ইউনিয়নে নাম জাফতনগর । ৩টি গ্রাম নিয়ে আমাদের জাফতনগর গঠিত ।সেগুলো হল জাহানপুর,ফতেপুর,তেলপারই একটি মজার বিষয় হল জাফতনগরের জা=জাহানপুর,ফ=ফতেপুর এবং ত=তেলপারই । আমার গ্রামের নাম তেলপারই । আমি ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ।আমার গ্রামের দক্ষিণে হচ্ছে রাউজান উপজেলা, দক্ষিণ পশ্চিমে হাটহাজারী উপজেলা কারণ আমাদের গ্রামটি ফটিকছড়ি উপজেলার দক্ষিণে শেষ প্রান্তে যা উল্লেখিত উপজেলাগুলোর সীমান্তবর্তী আর পশ্চিমে সমিতিরহাট ইউনিয়ন আর পূর্বে ফতেপুর গ্রাম

আমাদের তেলপারই গ্রামের উল্লেখযোগ্য কতগুলা স্থানের নাম হচ্ছে

  • হযরত শামসুল হুদা (রা:) এর মাজার শরীফ
  • তেলপারই খাল
  • খলিফা পুকুর
  • বড়ভিঠা ইত্যাদি