তারাকান্দি গ্রাম কামারিয়া ইউনিয়ন
গ্রামের অবস্থানঃ শেরপুর জেলার সদর উপজেলার অন্তর্ভুক্ত তারাকান্দি গ্রামটির উত্তরে কামারিয়া, দক্ষিণে আন্ধারিয়া, পূর্বে আলিনাপাড়া ও পশ্চিমে বারঘরিয়া গ্রাম অবস্থিত। শেরপুর জেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে এবং ঢাকা-শেরপুর মহাসড়কে নকলা উপজেলা থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্রকৃতির অপরুপ চিত্রে তারাকান্দি।
প্রশাসনিক তথ্যঃ তথ্য পরিক্রমা থেকে জানা যায় দেশ বিভাগের আগেও প্রশাসনিক ক্ষেত্রে এবং স্বাধীনতার পর ১৯৮৪ সালে শেরপুর জেলায় উপনীত হওয়া থেকে শুরু করে সবসময়ই তারাকান্দি গ্রামটি প্রচলিত নামেই পরিচিত। এ গ্রামের নামকরণের ক্ষেত্রে তেমন ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তবে অনেকের মতে, টিলা বা উচুতে দাঁড়িয়ে আকাশে তারা বা তারকা গণনা থেকে তারাকান্দি নামের নামকরণ হয়েছ।
ইতিহাস ও ঐতিহ্যঃ ইতিহাস ও সংস্কৃতিতে সম্বৃদ্ধ ঐতিহ্যবাহী তারাকান্দি। জারীগান, সারিগান, পালাগান, কিচ্ছা-কাহিনী, যাত্রাপালা, পুথি-পত্র, বিনোদন মুলক ম্যাগাজিন অনুষ্ঠান সহ সকল সামাজিক, ধর্মীয় ও আধুনিক সাংস্কৃতির কার্যক্রমের সাথে জড়িত এখানকার সহজ সরল স্বভাবের লোকসমাজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দুষ্কৃতকারী রাজাকার ও আলবদরের সহায়তায় এ গ্রামের সাধারণ মানুষের ঘর-বাড়ি পুড়িয়ে দেয় পাকবাহিনী।
প্রতিষ্ঠানঃ এ গ্রামে রয়েছে ১টি বালিকা উচ্চ বিদ্যালয়, ১টি প্রাইমারি স্কুল, ২টি প্রাইভেট স্কুল, ৪টি জামে মসজিদ, ১টি ওয়াক্তের মসজিদ, ১টি মক্তব, ১টি বাজার (প্রতিদিন), ১ টি ঈদগাহ মাঠ, ১ টি বড় খেলার মাঠ, কতিপয় বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন।
