টিকরপুর গ্রাম আগলা ইউনিয়ন
আমাদের গ্রামের নাম টিকরপুর(অল্প একটু কালুয়াহাটি গ্রামের অংশ রয়েছে)। আমাদের গ্রামটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর অন্তভুক্ত। গ্রামের পূর্ব দিকে রয়েছে কবরস্থান, পশ্চিম দিকে রয়েছে ইছামতি নদী, ইউনিয়ন পরিষদটি আমাদর এই ওয়ার্ডে রয়েছে।
গ্রামের তেমন কোনো উল্লেখযোগ্য স্থান নেই তবু ও একটি শত বর্ষের অধিক পুরাতন মসজিদ রয়েছে।
গ্রামের বেশির ভাগ লোক মুসলিম ।এই গ্রামে ১ টি প্রাথমিক বিদ্যালয়,(আগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ১ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়,(মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়)১টি মন্দির, ৩ টি মসজিদ ও ১ টি বড় মাদ্রাসা এবং কয়েকটি ছোট মাদ্রাসা রয়েছে। এছারা গ্রামে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিদিন বাজার বসে।আমাদের গ্রামে একটি বড় খেলার মাঠও রয়েছে। যেখানে ফুটবল,ক্রিকেট,ভলিবল ইত্যাদি খেলা হয়।
বিভিন্ন সময়ে এ গ্রামে জন্ম নিয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখানে বিশেষভাবে কয়েক জনের কথা উল্লেখ করছি।
- *জনাব আবু মোহাম্মদ সুবিদ আলি টিপু (সাবেক গনপরিষদ সদস্য )
- *জনাব লিয়াকত আলি লাকি (মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি)
- *বাবুল হোসেন (সাবেক কাষ্টম অফিসার)
- *আবুল কালাম আজাদ দারু (বীর মুক্তিযোদ্ধা)
- *আবেদ হোসেন (বর্তমান চেয়ারম্যান)
- *আলাউদ্দিন মিয়া (বর্তমান মেম্বার)
এছাড়াও অসংখ্য শিক্ষক, সরকারি চাকুরীজীবী,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করে এই ঐতিহ্যবাহী গ্রামে।