ঝালপাজা গ্র্যাম হবিরবাড়ী ইউনিয়ন
গ্র্যামের নাম ঝালপাজা।১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড। হবিরবাড়ী ইউনিয়নের পূর্ব উত্তরে ক্ষির নদীর তীরে অবস্থিত। গ্র্যামের উল্লেখযোগ্য প্রতিস্ঠান হলো ঝালপাজা সরকারী উচ্চ বিদ্যালয়। ঝালপাজা সরকারী প্র্যাথমিক বিদ্যালয়।চেচুয়া নন্দি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।উল্লেখযোগ্য বাজার ঝালপাজা বাজার, চেচুয়া বাজার।উল্লেখযোগ্য ব্যাক্তি মজিবুর রহমান খান স্যার।মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম মীর।মেম্বার দেলোয়ার হোসেন। দর্শনীয় স্হান ক্ষির নদী ও নন্দি পাড়া ।