জুজখোলা গ্রাম নারায়নহাট ইউনিয়ন
জুজখোলা গ্রামটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অন্তর্গত নারায়নহাট ইউনিয়নের একটি সুন্দর গ্রাম। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রাম । এখানে নেপচুন নামক একটি চা বাগান রয়েছে । পাশেই বয়ে চলেছে হালদা নদী এবং গজারিয়া খাল । তৎকালীন জমিদার গোলক চন্দ্র নন্দী ১৯২৮ সালে জুজখোলা প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন , যা (নন্দীর স্কুল ) নামে সুপরিচিত। এখানে পাড়া গুলোর মধ্যে নন্দী পাড়া, মহানগর , কুলাল পাড়া , দক্ষিণ পাড়া উল্লেখযোগ্য