জামলা গ্রাম শ্যামকুড় ইউনিয়ন
আমাদের গ্রামের নাম জামলা। গ্রামটি শ্যামকুড় ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬নংওয়ার্ডে অবস্থিত। এর পূর্বে গোবিন্দপুর, পশ্চিমে রামনগর, উত্তরে ধলিগাতি,দক্ষিনে চিনাটোলা গ্রাম রয়েছে। গ্রামের পূর্ব পাশদিয়ে হরিহর নদী এবং মাঝ বরাবর গজশ্রী খাল বয়ে চলেছে।গ্রামটি উত্তর-দক্ষিন দিকে লম্বা লম্বিভাবে অবস্থিত।
এর উত্তর ও দক্ষিন প্রান্তে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং ৩টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে। গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস রয়েছে। উভয় ধর্মের লোকেরা সৌহাদ্য পুর্ন পরিবেশে বসবাস করে। আমাদের গ্রামে ডাক্তার,ইঞ্জিনিয়ার, উকালতি , উন্নয়নকর্মী, প্রবাসি শ্রমিক, ব্যবসায়ী সহ নানা পেশার লোকের বসবাস রয়েছে। গ্রামের অনেক ছেলে প্রবাসে থেকে আয়মুলক কাজ করে নিজের পরিবারের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখছে।