ছোট লবনগোলা গ্রাম বুড়িরচর ইউনিয়ন
ছোট লবনগোলা গ্রাম এটি বরগুনার সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত। ছোট লবনগোলা এই নামের পিছনের একটি ছোট গল্প রয়েছে, যেটি হল ব্রিটিশ শাসন আমলে এই গ্রামে কিছু অঞ্চলে লবণ চাষ করা হতো এবং এটিকে পরিশোধন করা হতো ,আমাদের এই গ্রামের পরিশোধিত লবণ ছিল ছোট ছোট তাই এই গ্রামের নাম ছোট লবনগোলা হয়েছে ।
এ গ্রামের উত্তরে রয়েছে চড়ক গাছিয়া গ্রাম এবং দক্ষিনে রয়েছে পায়রা নদী এর পূর্ব দিকে রয়েছে হাজারবিঘা গ্রাম এবং পশ্চিমে মানিকখালী বড় লবনগোলা গ্রাম.এ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বৃহত্তর পায়রা নদী যা বরগুনা সদর উপজেলা থেকে তালতলী ও আমতলী উপজেলা কে সংযুক্ত করেছে,উল্লেখ্য সিডর ২০০৭ এর প্রভাবে এই এলাকাকে বিধ্বস্ত করেছিল
এই এলাকার নদীর তীরবর্তী অনেক লোকজন নিহত হয়েছিল,প্রাকৃতিক রূপবৈচিত্র্যে এ গ্রামটি অনন্য এর যেরকম রয়েছে কৃষি ক্ষেত তেমনি রয়েছে নদী তীরবর্তী ম্যানগ্রোভ বন.শিক্ষাক্ষেত্রে অনেকটাই এগিয়েছে এ গ্রাম এখানে রয়েছে তিনটি প্রাইমারি স্কুল দুটি নূরানী মাদ্রাসা একটি কমিউনিটি ক্লিনিক এবং একটি হাফেজী মাদ্রাসা ও একটি মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযুদ্ধে অবদান রাখা অন্যতম ব্যক্তি হলেন মোবারক আলী মৃধা চেয়ারম্যান যিনি ১৯৭১ সালে এই গ্রামের চেয়ারম্যান ছিলেন।
এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলো
- ১.মোবারক আলী মৃধা।
- ২.আব্দুল হামিদ চৌকিদার।
- ৩.আব্দুর রশিদ মাস্টার।
- ৪.ফজলুল হক ডাক্তার।
- ৫.ইউনুস মৌলভী।
- ৬.ছয়জদ্দিন ফকির।
- ৭.আমিনুদ্দিন পহলান।
- ৮.মোহাম্মদ হাশেম হাওলাদার
গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যঃ
গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরে রয়েছে তিন কিলোমিটার দীর্ঘ ম্যানগ্রোভ বন যা অনেকেরই নজর কাড়ে।
সরকারি বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীঃ
আমাদের গ্রামটিতে রয়েছে বিভিন্ন পেশার চাকরিজীবি যেমন শিক্ষক সেনাবাহিনী ডাক্তার, রাজনীতিবিদ,বিভিন্ন পেশায় চাকুরীরত আছেন। যা আমাদের গ্রামের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। গ্রামটির আরেকটি বড় আয়ের উৎস হচ্ছে ব্যবসা যা যুবকরা ভাল টাকা উপার্জন করতে সক্ষম হয়।