চেচড়া গ্রাম সাতমোড়া ইউনিয়ন
নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেচড়া একটি গ্রামের নাম । এই গ্রামের নামকরণ সম্পর্কে জানা যায় , এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভেষজ উদ্ভিদের চারা জন্মাতাে । চেচড়া ‘ শব্দটির অর্থ হলাে ভেষজ উদ্ভিদ । ধারণা করা হয় , এই অঞ্চলটিতে এই রকম উদ্ভিদের সমাহার বলে এই স্থানটির নাম হয়েছে চেচড়া।