চানপুর গ্রাম
প্রাকৃতিক সৌন্দর্যের আরেক মহিমা আমাদের এই গ্রাম। ছয় ঋতুর মিথস্ক্রিয়ায় গ্রামের সৌন্দর্য বৈচিত্র্যময় করে তোলে। বর্ষার আগমনে গ্রামের ভেতর ছায়াঘেরা গাছের পাশে দিয়ে নৌকা দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছেন। তখন পুর্নিমা চাদের রাতে নৌকা দিয়ে ভেসে বেড়ানোর অনুভূতিটা আসলে লিখে বুঝানো ভাষা নাই। ঠিক তার বিপরীত পাশে যখন বর্ষার পানি কমতে শুরু করে তখন সমুদ্র সৈকতের চিত্র ভেসে উঠে। চিক চিক বালি, নুড়ি পাথর, কাকড়া, রং বেরং এর শামুকের বাহার থাকে৷ বর্ষা চলে গেলে আসে শীত। চারদিকে কোমল ঘাসের উপর শিশিরের ফোটা যেন প্রাকৃতিক ডায়মন্ডের ছড়াছড়ি। দুপুর বেলা মিস্টি রোদ পোহানোর ভীড় লেগে যায় প্রতিটা বাড়িতে। বসন্ত কালে কোকিলের আর শ্যমার ডাক, নতুন শ্যামল গাছের পাতা আর দক্ষিণা হাওয়ায় যেকোন মন তৃপ্তি পায়।
গ্রীষ্মের তান্ডব রোদ আর ঝড় বৃষ্টি সব মিলে বছরের নতুনত্ব দিয়ে আবার পরিক্রমায় চলে যায়।