চর ঝাউগড়া গ্রাম চর ঈশ্বরদিয়া ইউনিয়ন
চর ঝাউগড়া গ্রামটি ময়মনসিংহ জেলা শহর থেকে ৫ কিলোমিটার পুর্বে অবস্থিত। গ্রামটির পুর্ব দিকে শম্ভুগঞ্জ বাজার। পশ্চিমদিকে চর ঈশ্বরদিয়া এবং চর কালীবাড়ি গ্রাম। উত্তর দিকে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রঘুুুুরামপুর গ্রাম। দক্ষিন দিকে চর গোবদিয়া এবং চর কালীবাড়ি গ্রাম।
গ্রামের জনসংখ্যা ২৫০০ জন (প্রায়)। গ্রামের শিক্ষার হার ৪৫%। গ্রামের ৫০% লোক কৃষি পেশায় নিয়োজিত। গ্রামটি ৭% গ্রামীন বন দ্বারা আচ্ছাদিত। গ্রামের ৯০% লোক ইসলাম ধর্মালম্বী। গ্রামে ১ টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা এবং একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এছাড়ও গ্রামে ৪ টি মসজিদ, ১ টি কালীমন্দির, ২ টি গোরস্থান রয়েছে।
এছাড়াও শতাব্দী প্রাচীন তিনগাও ঈদগাহ ময়দান এই গ্রামে অবস্থিত। গ্রামের পাশ দিয়ে ময়মনসিংহ -নেত্রকোণা জেলা সড়ক চলে গেছে। ইতিমধ্যে গ্রামটি নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের আওতাধীন হয়েছে।
গ্রামটির পোস্টাল কোড -২২০৩ (শম্ভুগঞ্জ বাজার)