চরনূরনগর গ্রাম ভদ্রঘাট ইউনিয়ন

চরনূরনগর গ্রাম ভদ্রঘাট ইউনিয়ন

সিরাজগন্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের অন্তর্গত ফুলজোড় নদীর তীরে অবস্থিত আলোর শহর খ্যাত ছোট্ট একটি গ্রাম চরনূরনগর।

পূর্ব নাম উদয়কৃষ্ণপুর। নদীভাঙ্গনের কবলে পড়ে বিশাল এই এলাকাটি বেশ কয়েকটি গ্রামে বিভক্ত হয়ে যায়। তারই একটি অংশবিশেষ এই চরনূরনগর।

তিন পাড়া বিশিষ্ট ছোট্ট এই গ্রামে প্রায় দেড় হাজার মানুষের বসবাস, যার শতভাগই মুসলমান। শিক্ষার হার প্রায় ৮০%। ছাত্র-শিক্ষক, কৃষক, সরকারি/বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসবাস করেন।

গ্রামটিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মসজিদ, একটি মাজার শরীফ এবং সামাজিক বিভিন্ন সংগঠন।

কৃতি সন্তানঃ বিশিষ্ট সমাজ সেবক- মরহুম শেখ মোঃ নুরুন্নবী (রঃ), মরহুম গোলাম দস্তগীর সুলতান, মরহুম আবু বক্কর শেখ, ডাঃ মোঃ আশরাফুল।

নদী তীরবর্তী অপরূপ সৌন্দর্যে ঘেরা, প্রচুর গাছপালা, পাখপাখালিতে ভরপুর ছবির মতো ছোট্ট সুন্দর এই গ্রামটি যেন নিবিড় এক শান্তির ঠিকানা।