চক তাতারদী গ্রাম লেবুতলা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

চক তাতারদী গ্রাম লেবুতলা ইউনিয়ন

চক তাতারদী গ্রামের ইতিহাসঃ চক তাতারদী একটি প্রাচীন গ্রাম, বহুকাল থেকে এই গ্রামে জনবসতির প্রমান মেলে।পর্যাপ্ত গবেষণা না থাকায় কখন থেকে এই গ্রামে বসতি শুরু হয় তা বলা যাচ্ছে না, যত দূর জানা যায় অতীত কলে এই ভূখন্ডে উপর দিয়ে বয়ে ছিল ব্রহ্মপূত্র নদ ও এর শাখা নদী আঁড়িয়ল খাঁ পানি, পলি মাটি জমে জমে এক সময় চর,স্থায়ী চরে পর্যায়ক্রমে বসতি।

চক তাতারদী নামটি কে বিশ্লেষণ করলে দুটি শব্দ পাওয়া যায় যথা ১) চক

২) তাতারদী।

চক শব্দের আর্থ মাঠ অতএব চক তাতারদী অর্থ তাতারদীর মাঠ।এখন দেখা যাক তাতারদী অর্থ কি? তাতারদী শব্দটি পূর্বে তাঁতারদী ছিল, বর্তমানে তাতারদী লেখা হচ্ছে। আমার বাবা জনাব মোঃ নজরুল ইসলাম মৃধা (পিটিআই এর এক নিবন্ধন পত্রে) উল্লেখ করেছেন, জন শ্রুতি আছে অর্থাৎ মুরব্বীগণ বলতে শুনেছেন এখানে তাঁতার স্থান থেকে আগত লোক অথবা তাঁতী বংশিয় লোক বাস করত। যার কোন প্রমাণ মিলেনা। তাঁতারদের মাঠ থেকে বর্তমানের তাতারদী গ্রামের নাম হয়েছে।