ঘোড়াদিয়া গ্রাম চিনিশপুর ইউনিয়ন
ঘোড়াদিয়া গ্রামটি চিনিশপুর ইউনিয়নে অবস্থিত। উক্ত গ্রামে মুসলমান ও হিন্দু জনগন রয়েছে। গ্রামের অধিকাংশ মানুষই ব্যবসায়ী। এই গ্রামের নামে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। গ্রামটির মধ্যে দিয়ে হাড়িধোয়া নামে একটি নদী প্রবাহিত হয়েছে। গ্রামে প্রচুর মসজিদ, মাদ্রাসা ও মন্দির রয়েছে। এই গ্রামে ০২টি বাজার রয়েছে। এই গ্রামে প্রচুর টেক্সটাইল মিলস রয়েছে। যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষই শিক্ষিত।
গ্রামটির দক্ষিনে রয়েছে পূর্ব ব্রাক্ষন্দি,পশ্চিমে রয়েছে দাসপাড়া এলাকা, উত্তর রয়েছে সোনাতলা গ্রাম এবং পূর্বে রয়েছে পুড়ানপাড়া গ্রাম। এই গ্রামের উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন মরহুম মধূ ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিন ভূইয়া, জনাব পারভেজ হাসান, জনাব হাজী আব্দুর রউফ, জনাব মামুন মিয়া, জনাব মরহুম আব্দুল মোতালিব, জনাব সুমন মিয়া, জনাব নূর আহমেদ, জনাব খালেকুজ্জামান ভূইয়া, জনাব হাজী সুলতান উদ্দিন ব্যাপারী।