গোয়ালিয়াবাঘা গ্রাম সূর্যমনি ইউনিয়ন
জনতা বাজার সংলগ্ন, ( নদীর ঘেষে অপরূপ সুন্দর একটি গ্রাম গোয়ালিয়াবাঘা। এই গ্রামের রয়েছে হাজারো ঐতিহ্য ও ইতিহাস। এই গ্রামে রয়েছে মসজিদ,মাদ্রাসা,মক্তব, স্কুল। এই গ্রামের মানুষ জন খুব ন্যায় পরায়ণ। এই গ্রামের অধিকাংশ মানুষ জনই কৃষি কাজের সাথে জড়িত।
এখানে রয়েছে শত বছরের পুরনো রাজাদের আপলের বড় পুকুর ও ৩০০ বছর আগের পুরানো মসজিদ । গ্রামের অসংখ্য আধা পাকা – বাড়ি থাকলেও বেশির ভাগ বাড়ি টিনের তৈরি। যদিও মানুষের জীবন যাত্রার মান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
গ্রামের 99% ছেলে – মেয়েরাই স্কুলে যায়। এই গ্রামে অসংখ্য মেধাবীদের জন্মস্থান।এই গ্রামের মানুষ খুবই বন্ধুসুলভ ও আপ্যায়নে বেশ আগ্রহী। আজকে এই এখানেই , আমি এই গ্রামের সবসময় মঙ্গল কামনা করি