একনজরে গোপিনাথপুর ইউনিয়ন

গোপিনাথপুর ইউনিয়ন
গোপীনাথপুর ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৬নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৫ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ। কসবা উপজেলার সর্ব-পূর্ব দিকে গোপীনাথপুর ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের পশ্চিম দিকে কসবা পৌরসভা ও বিনাউটি ইউনিয়ন, উত্তর দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন এবং পূর্ব ও দক্ষিণ উভয় দিকে রয়েছে ভারতের ত্রিপুরা প্রদেশ।

গোপিনাথপুর ইউনিয়নের অন্তর্ভূক্ত গ্রামগুলো

  • গোপিনাথপুর
  • ভাতশালা
  • ভোল্লাবাড়ি
  • চন্ডিদ্বার
  • মির্জাপুর
  • আলমপুর
  • হারিয়াবহ
  • নোয়াগাঁও
  • দৌলতপুর
  • ধর্জনগর
  • রায়েরমুড়া
  • গোসাইপুর
  • বিষ্ণাউড়ি
  • গনেকমুড়া
  • কাশিপুর
  • বড়ঠোটা
  • এনায়েতপুর
  • ফতেহপুর
  • বাহাদুরপুর
  • রাজনগর
  • গোসাইস্থল
  • গানপুর
  • হরিপুর
  • জগন্নাথপুর
  • জেঠুয়ামুড়া
  • খিরনাল
  • কুইয়াপনানিয়া
  • লক্ষিপুর
  • লতুয়ামুড়া
  • মাধুপুর
  • মানিক্যমুড়ি
  • পাথরিয়াদ্বার
  • রামপুরা
  • রামনগর
  • সুতারমুড়া
  • দিঘীর পাড়
  • কাজীয়াটুলা
  • সৈয়দপুর উত্তর
  • সৈয়দপুর দক্ষিণ

গোপিনাথপুর ইউনিয়নের নামকরণ : স্থানীয়ভাবে প্রচলিত গােপীনাথ ও জগনাথ নয় ভাই, দুটি গ্রামে তাদের প্রথম নিবাস গড়ে। সহােদর দুই ভায়ের নামে গােপীনাথ জগন্নাথপুর গ্রাম দুটির নাম হয় । দুটি গ্রামের অবস্থান ঈমামবাড়ি রেল স্টেশনের পর টিলাময় ও পাহাড়ি গ্রাম । সবচেয়ে গ্রহণযােগ্য মত হলাে-ত্রিপুরার রাজধানী উদয় মহারাজ অমরমাণিক্য জগন্নাথ মন্দির স্থাপন করেন। উদয়পুরে গােপীনাথ দেবতা নামেও মন্দির আছে। এ দুই দেবতার নামে ত্রিপুরার মহারাজ দুটি গ্রামের এরূপ নামকরণ করেন।