গোপিনাথপুর ইউনিয়ন
গোপীনাথপুর ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৬নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৫ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ। কসবা উপজেলার সর্ব-পূর্ব দিকে গোপীনাথপুর ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের পশ্চিম দিকে কসবা পৌরসভা ও বিনাউটি ইউনিয়ন, উত্তর দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন এবং পূর্ব ও দক্ষিণ উভয় দিকে রয়েছে ভারতের ত্রিপুরা প্রদেশ।
গোপিনাথপুর ইউনিয়নের অন্তর্ভূক্ত গ্রামগুলো
গোপিনাথপুর ইউনিয়নের নামকরণ : স্থানীয়ভাবে প্রচলিত গােপীনাথ ও জগনাথ নয় ভাই, দুটি গ্রামে তাদের প্রথম নিবাস গড়ে। সহােদর দুই ভায়ের নামে গােপীনাথ জগন্নাথপুর গ্রাম দুটির নাম হয় । দুটি গ্রামের অবস্থান ঈমামবাড়ি রেল স্টেশনের পর টিলাময় ও পাহাড়ি গ্রাম । সবচেয়ে গ্রহণযােগ্য মত হলাে-ত্রিপুরার রাজধানী উদয় মহারাজ অমরমাণিক্য জগন্নাথ মন্দির স্থাপন করেন। উদয়পুরে গােপীনাথ দেবতা নামেও মন্দির আছে। এ দুই দেবতার নামে ত্রিপুরার মহারাজ দুটি গ্রামের এরূপ নামকরণ করেন।
আপনি কি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন? এই…
১. ভূমিকা ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হলো বায়োমেট্রিক পাসপোর্ট যা একটি ইলেকট্রনিক চিপ সহ ইস্যু…
বর্তমান বিশ্বায়নের যুগে, জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম জানা এবং তা অনুসরণ করা প্রতিটি বাংলাদেশি…
জন্ম নিবন্ধন সনদ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যা প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি…
জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি সহজেই ঘরে বসে আপনার Birth certificate check…
চলুন জেনে নেয় ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সম্পর্কে , ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট…
View Comments
ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে এমন একটি তথ্যবহুল ওয়েব পোর্টাল তৈরি করার জন্য এডমিন এবং উদ্যোক্তাকে ধন্যবাদ জানাই। গোপীনাথপুর ইউনিয়নে গোপীনাথপুর গ্রামের নাম অন্তর্ভুক্ত করার আহবান জানাচ্ছি। উপজেলা পরিসংখ্যান অফিস থেকে তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটকে আরো সমৃদ্ধ করার জোরালো দাবি জানাই।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ! আমাদের উদ্দেশ্যে একটি অনলাইন ব্রাহ্মণবাড়িয়া তৈরি করা! প্রাথমিক কাঠামোর কাজ শেষ করে চড়ান্ত হালনাগাদের কাজ শীঘ্রই শুরু করবো ইনশাআল্লাহ! আপনি গোপীনাথপুর ইউনিয়ন এর বাসিন্দা হলে আপনার ইউনিয়ন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে আমাদের নিকট পাঠাতে পারেন। আপনার নাম সহ প্রতিবেদন টি প্রকাশ করা হবে!