Connect With Alam Kibria Pasha
Alam Kibria Pasha

গফরগাঁও উপজেলা ময়মনসিংহ জেলা

Alam Kibria Pasha
Alam Kibria Pasha

গফরগাঁও উপজেলা ময়মনসিংহ জেলা

গফরগাও উপজেলা বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি প্রশাসনিক এলাকা। তাছাড়া পল্লি কবি জসীম উদ্দিন এর  এ জায়গাকে নিয়ে রচিত। এই উপজেলায় দুটি থানা রয়েছে। পাগলা থানা এবং গফরগাঁও থানা।

ময়মনসিংহ জেলা সদর থেকে রেলপথে গফরগাঁও উপজেলা সদরের দূরত্ব ৩৯ কিলোমিটার এবং রাজধানীর ঢাকা থেকে ৮৬ কিলোমিটার। গফরগাঁও-এর বুক চিরে রেল পথটি বয়ে গেছে রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে, জগন্নাথগঞ্জ ঘাট এবং বাহাদুরাবাদ ঘাটের দিকে। এর উত্তরে ত্রিশাল ও নান্দাইল উপজেলা, দক্ষিণে গাজীপুর জেলার শ্রীপুর ও কাপাসিয়া উপজেলা, পশ্চিমে ভালুকা উপজেলা, পূর্বে ময়মনসিংহের নান্দাইল ও কিশোরগঞ্জের হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা।

গাফফার খান নামক জনৈক সেনানায়কের নামে ‘গফরগাঁও’ নামের উৎপত্তি। ধারণা করা হয় মুঘল সেনাপতি রাজা মানসিংহ ও বাংলার বারো ভুঁইয়াদের নেতা ঈসা খানের সম্মুখ যুদ্ধটি গফরগাঁওয়ের বাশিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। গফরগাঁওয়ের ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন ভাওয়াল পরগনাধীন এবং পূর্বাংশ চর আলগী ইউনিয়ন আঠারবাড়ি জমিদার প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল।

  1. গফরগাঁওয়ে শহর থেকে ১১ কি.মি.দক্ষিণে সতর বাড়ী গ্রামে একটি পুরাতন ৩ গম্বুজ ওয়ালা মসজিদ রয়েছে।
  2. গফরগাঁওয়ের মশাখালী মুখী গ্রামে হযরত শাহ্ মিসকিন শাহ্ এর মাজার রয়েছে । উল্লেখ্য হযরত শাহ মিসকিন শাহ্ ছিলেন হযরত শাহজালাল এর সর্বকনিষ্ঠ সঙ্গি।

প্রাচীনকাল থেকেই গফরগাঁও এর মানুষ ছিলো সাহসী এবং শক্তিশালী।এর জন্য গফরগাঁও এর দেশজুড়ে খ্যাতি রয়েছে।

গফরগাঁও উপজেলা ১টি পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও ২০২ টি গ্রাম নিয়ে গঠিত।

পাগলা থানার ইউনিয়ন হল

মশাখালী ইউনিয়ন, উস্থি ইউনিয়ন, পাইথল ইউনিয়ন, পাঁচবাগ ইউনিয়ন, লংগাইর ইউনিয়ন, দত্তেরবাজার ইউনিয়ন, নিগুয়ারী ইউনিয়ন ও টাংগাব ইউনিয়ন।

পাগলা থানা একটি নতুন থানা, যা ২০১২ সালে চালু হয়েছে। গফরগাঁও উপজেলায় দুইটি রেলওয়ে স্টেশন রয়েছে। একটি গফরগাঁও রেলওয়ে স্টেশন অপরটি হলো মশাখালী রেলওয়ে স্টেশন। গফরগাঁও উপজেলার সকল ইউনিয়ন ও গ্রামসমূহের তালিকাঃ

১নং রসুলপুর ইউনিয়নঃ

  • আলালপুর
  • বরভরা
  • রসুলপুর
  • কদমরসুলপুর
  • ছয়ানী রসুলপুর
  • পাড়া সান্দিয়াইন
  • সান্দিয়াইন
  • ২নং বারবাড়িয়া ইউনিয়নঃ
  • বাঘবেড়
  • লক্ষনপুর
  • বীরবখুড়া
  • উত্তর নওপাড়া
  • পাড়াভূম
  • হাট পাড়াভূম
  • বারবাড়ীয়া
  • পাকাটি
  • বাড়া
  • চিলাকান্দা
  • চারিপাড়া
  • মাইজহাটি
  • সূবর্ণপুর

৩নং চরআলগী ইউনিয়নঃ

  • চরআলগী
  • চরমছলন্দ
  • চরকামারিয়া
  • জয়ারচর

৪নং সালটিয়া ইউনিয়নঃ

  • রৌহা
  • গাজিয়া পাড়া
  • বাগুয়া
  • পুখুরিয়া
  • সালটিয়া
  • হাতিপাড়া
  • জন্মেজয়
  • ষোলহাসিয়া
  • রাঘাইচটি
  • হাটুরিয়া
  • জালেশ্বর
  • কালাইরপাড়
  • শিলাসী
  • ধামাইল

৫নং যশরা ইউনিয়নঃ

  • মুক্তাপাড়া
  • বখুরা
  • ভারইল
  • দৌলতপুর
  • আঠারদানা
  • যশরা
  • পাথরকাটা
  • পালইকান্দা
  • কোষ্শাপুর
  • নাউটানা
  • পাড়াভরাট

৬নং রাওনা ইউনিয়নঃ

  • রাওনা
  • পাঁচুয়া
  • খারুয়া বড়াইল
  • ছয় বাড়িয়া
  • লাউতৈল
  • চংবিরই
  • দিঘা
  • ধোপাঘাট
  • বরাইল
  • খারুয়ামুকন্দ
  • দিঘা
  • বারইল

৭নং মশাখালী ইউনিয়নঃ

  • মশাখালী
  • বলদী
  • বাইলনা
  • মুখী
  • বেলাব
  • কান্দি
  • বীরখারুয়া
  • রিসাব
  • ভাতুরী
  • আউলাজুর
  • প্রসাদপুর

৮নং গফরগাঁও ইউনিয়নঃ

  • গফরগাঁও
  • তেতুলিয়া
  • গড়াবেড়
  • দুগাছিয়া
  • পরশীপাড়া
  • ছিপাn
  • জয়নাকান্দা
  • ঘাগড়া
  • পোড়াবাড়িয়া
  • নওখলা
  • মহিরখারুয়া
  • বাসুটিয়া
  • উথুরী
  • হাতিখলা
  • বনগ্রাম
  • সরইকান্দা
  • আউটবাড়িয়া

৯ নং পাঁচবাগ ইউনিয়নঃ

  • লামকাইন
  • দক্ষিণহারিন
  • পাঁচবাগ
  • দিঘীরপাড়
  • চরশাঁখচূড়া
  • খুরশিদমহল
  • গাভীশিমূল
  • ঝাওয়াইল
  • উওর হারিণা
  • চৌকা
  • তারাটিয়া
  • নলচিরা
  • আমাটিয়া
  • বাঘবের

১০নং উস্থি ইউনিয়নঃ

  • খিলগাঁও
  • ধাইরগাঁও
  • কলুরগাঁও
  • দেড়গাঁও
  • বাগেরগাঁও
  • বারোলিয়া
  • আটপাড়া
  • বড়বাড়ি
  • কান্দিপাড়া
  • নয়াবাড়ি
  • বাকসি
  • নুরাপাড়া
  • বাউডিপাড়া
  • সান্জিব
  • কান্দাপাড়া
  • কাতিয়াপাড়া
  • উস্থি বড় বাড়ি
  • গন্ডপাড়া
  • ডিক্রিভূমি
  • শেউলী

১১নং লংগাইর ইউনিয়নঃ

  • চাইরবাড়ীয়া
  • দত্তন্নপাড়া
  • চকপাদরা
  • আমখলা
  • বাঘবেড়
  • হাজির হাটী
  • বাগবাড়ী
  • কুকসাইর
  • মাইজবাড়ী
  • সৈয়দপাড়া
  • লংগাইর
  • গোলাবাগী পশ্চিম
  • গোলাবাড়ী পূর্ব
  • হাওয়াখালী
  • ডিমাইল
  • বাগড়া
  • কাজা
  • সতরবাড়ী
  • টাংগুন
  • শৈলসাপ
  • ফরিদপুর
  • বাংগাল কান্দি

১২নং পাইথল ইউনিয়নঃ

  • পাইথল
  • জয়ধরখালী
  • গোয়ালবর
  • নেওকা
  • খিলপাড়া
  • শহীদ নগর
  • দেউলপাড়া
  • বড় বড়াই
  • ডুবাইল
  • ছোটবড়াই

১৩নং দত্তেরবাজার ইউনিয়নঃ

  • বালীপাড়া
  • মলমল গাতিপাড়া
  • দিগলবাঁক
  • দক্ষিণ্নপাড়া
  • ময়রা
  • কন্যামন্ডল
  • সলপুনিয়া
  • যাত্রাসিদ্ধি
  • বারইগাঁও
  • চরলামকাইন
  • বিরই
  • পাঁচুলী
  • আমাতুরেরটেক
  • পাগলা
  • সাকরাপাড়া
  • একড়া
  • বাদ বাঁশিয়া
  • মলমল ফটুয়া

১৪নং নিগুয়ারী ইউনিয়নঃ

  • নিগুয়ারি
  • মাখল
  • কালদাইর
  • ছোট বারইহাটি
  • সাধুয়া,
  • বেলদিয়া
  • চাকুয়া
  • কুরচাই
  • পাতলাশি
  • অললী
  • তললী
  • সুতার চাপুর
  • গয়ারপাড়
  • ভুষভুষিয়া
  • চামুুর্থা
  • পুরাদিটেক

১৫নং টাংগাব ইউনিয়নঃ

  • বাশিঁয়া
  • পাঁচাহার
  • বাবুরাইল
  • ছাপিলা
  • স্বল্পছাপিলা
  • বামুনখালী
  • দুবাশিয়া
  • বারইহাটি
  • রৌহা
  • আঃগারী
  • টাংগাব
  • দাওয়াদাইর
  • ভরপুর
  • চাঁনপুর

ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক বৃহত্তর ময়মনসিংহের মৈমনসিংহ গীতিকা সংগ্রহকালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র পল্লীকবি জসীম উদ্দীনকে এই এলাকায় নিয়োজিত করেন। গফরগাঁও অবস্থানকালে জসীম উদদীনের সাথে স্থানীয় রূপাই মিয়ার ঘনিষ্ঠতা হয়। রূপাই মিয়ার জীবনের ঘটনাকে কেন্দ্র করে তিনি তার প্রখ্যাত কাব্যগ্রন্থ নকশী কাঁথার মাঠ রচনা করেন।

এখানে জারি, সারি, বাউল ও কেচ্ছাগান নিয়মিত চর্চা হয়। ষাটের দশক পর্যন্তও ঘেঁটুগানের চর্চা এই অঞ্চলে নিয়মিত হতো। তাছাড়া প্রায়ই নৌকা বাইচ হয়ে থাকে।

বাংলাদেশর ১৯৯১ সালের আদমশুমারি অনুসারে গফরগাঁওয়ের জনসংখ্যা ৩৭৯,৮০৩ জন। জনসংখ্যার ৫১% নারী, পুরুষ ৪৯%। উপজেলার ১৮ বছরের নিচে জনসংখ্যা ১৮৪,৬৩৩ জন। প্রতি বর্গকিলোমিটারে ৯৪৭ জন মানুষ বাস করে। গফরগাঁও-এ সাক্ষরতার হার ৩০.৩%। বাংলাদেশর সাক্ষরতার হার হচ্ছে ৩২.৪%।

গফরগাঁওয়ের যোগাযোগ প্রধানত রেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়া সড়কপথেও লোকজন যাতায়াত করে থাকেন। গফরগাঁও রেলওয়ে স্টেশন উপজেলার প্রধান রেলস্টেশন। এছাড়া মশাখালী নামে আরেকটি রেল স্টেশন রয়েছে। বর্তমানে আরো নতুন রাস্তা যুক্ত হয়ে এর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটছে।

গফরগাঁও উপজেলার কলেজ সমূহ:

  • গফরগাঁও সরকারি কলেজ,
  • আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ,
  • গফরগাঁও মহিলা কলেজ,
  • কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজ,
  • গয়েশপুর ডিগ্রি কলেজ,
  • রৌহা কারিগরী কলেজ,
  • শেখ মোঃ ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানী
  • মেডিকেল কলেজ ও হাসপাতাল,টাঙ্গাব
  • র‍্যাংলার কিরণ চন্দ্র দে কলেজ, রসুলপুর
  • হুরমতউল্লাহ কলেজ, শিবগঞ্জ
  • বাড়ইহাটি এ বি স্কুল এন্ড কলেজ

গফরগাঁও উপজেলার হাই স্কুল সমূহ

  • ০১ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, পুখুরিয়া
  • ০২ শিবগঞ্জ বি, দাস উচ্চ বিদ্যালয়
  • ০৩ হাতীখলা উচ্চ বিদ্যালয়
  • ০৪ দরগাবাড়ী উচ্চ বিদ্যালয়
  • ০৫ গফরগাঁও ইসলামিয়া সরকারী উঃবিঃ
  • ০৬ বারইহাটি এ.বি উচ্চ বিদ্যালয়
  • ০৭ উসমানগণি বাঃ উচ্চ বিদ্যালয়
  • ০৮ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়
  • ০৯ কান্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • ১০ দৌলতপুর উচ্চ বিদ্যালয়
  • ১১ কান্দিপাড়া আস্কর আলী উঃ বিঃ
  • ১২ সাহেব আলী একাডেমী
  • ১৩ কান্দিপাড়া আলীমুন্নেছা বাঃ উঃ বিঃ
  • ১৪ খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়
  • ১৫ মুখী মোমজান উচ্চ বিদ্যালয়
  • ১৬ ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়
  • ১৭ লামকাইন উচ্চ বিদ্যালয়
  • ১৮ শহীদ নগর উচ্চ বিদ্যালয়
  • ১৯ চরমছলন্দ বাঃ উচ্চ বিদ্যালয়
  • ২০ তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়
  • ২১ চরমছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয়
  • ২২ গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  • ২৩ রৌহা উচ্চ বিদ্যালয়
  • ২৪ লামকাইন বালিকা উচ্চ বিদ্যালয়
  • ২৫ বামুনখালী বালিকা উচ্চ বিদ্যালয়
  • ২৬ নতুন বাজার জনতা উচ্চ বিদ্যালয়
  • ২৭ সাইদুর রহমান উচ্চ বিদ্যালয়
  • ২৮ জয়ধরখালী উচ্চ বিদ্যালয়
  • ২৯ হাতেমতাই উচ্চ বিদ্যালয়
  • ৩০ মশাখালী বালিকা উচ্চ বিদ্যালয়
  • ৩১ পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
  • ৩২ রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • ৩৩ দত্তের বাজার ইউঃ উচ্চ বিদ্যালয়
  • ৩৪ আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয়
  • ৩৫ লামকাইন কে. এ বাঃ উচ্চ বিদ্যালয়
  • ৩৬ রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিঃ
  • ৩৭ সাধুয়া শেখ রিয়াজ উদ্দিন বাঃ উঃ বিঃ
  • ৩৮ ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়
  • ৩৯ বাড়বাড়ীয়া উচ্চ বিদ্যালয়
  • ৪০ তললী উচ্চ বিদ্যালয়
  • ৪১ রেজিয়া নিম্নমাধ্যমিক বাঃ বিদ্যালয়
  • ৪২ জয়ধরখালী বালিকা উচ্চ বিদ্যালয়
  • ৪৩ শাখচূড়া উচ্চ বিদ্যালয়
  • ৪৪ খুরশিদ মহল নিম্নমাধ্যমিক বাঃ বিঃ
  • ৪৫ মহির খারুয়া নিম্নমাধ্যমিক বাঃ বিঃ
  • ৪৬ রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  • ৪৭ বেগম রাবেয়া মোমোঃ উচ্চ বিদ্যালয়
  • ৪৮ উস্থি ইউঃ উচ্চ বিদ্যালয়
  • ৪৯ কুরচাই এম.পি.এম উচ্চ বিদ্যালয়
  • ৫০ শহীদ লেঃ আতিকুর রহমান
  • ৫১ পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়
  • ৫২ খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিঃ
  • ৫৩ উথুরী জুনিয়র বিদ্যালয়
  • ৫৪ লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়
  • ৫৫ আঠারদানা উচ্চ বিদ্যালয়
  • ৫৬ বিরই তালতলা উচ্চ বিদ্যালয়
  • ৫৭ মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়
  • ৫৮ ছিপান উচ্চ বিদ্যালয়
  • ৫৯ কালাইপাড় জালেশ্বর বাঃ উচ্চ বিদ্যালয়
  • ৬০ ঘাগড়া উথুরী ছিপান উচ্চ বিদ্যালয়
  • ৬১ বারইহাটি এ,কে উচ্চ বিদ্যালয়
  • ৬২ কান্দিগ্রাম জুনিয়র বিদ্যালয়
  • ৬৩ দীঘা উচ্চ বিদ্যালয়
  • ৬৪ মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় ।

গফরগাঁও উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক। গফরগাঁও উপজেলা মুলত কৃষিপ্রধান। এখানে ধান, পাট, গম, ডাল ইত্যাদি খাদ্যশস্য ও অর্থকরী ফসল জন্মে থাকে। তাছাড়া ভুট্টা, গম, মসুর ইত্যাদি রবিশস্যও খুব ভাল জন্মে।

গফরগাঁও উপজেলায় প্রায় ৭টি নদী আছে। সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী, বানার নদী, বাইলান নদী, দইনা নদী,শীতলক্ষ্যা নদী পাগারিয়া নদী, সুতিয়া নদী এবং কাওরাইদ নদী

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (১৮৬৯-১৯৮৮)- সাবেক এমপি, ব্রিটিশ ভারতে স্বাধীন বাংলার দাবীতে প্রথম রাজবন্দী, ভাষা সৈনিক, বহুভাষিক, ইসলামী শিক্ষাবিদ ও সাহিত্যিক, পত্রিকা সম্পাদক;

  • গিয়াসউদ্দিন পাঠান (১৮৯৭-১৯৬৩)- তদানিন্তন পাকিস্তানের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী;
  • আব্দুল জব্বার(১৯১৯ – ২১শে ফেব্রুয়ারি ১৯৫২) – ভাষাশহীদ;
  • অধ্যাপকখোদাদাদ খান (১৯৩২-২০১৬)-প্রখ্যাত গণিতবিদ ও সাবেক চেয়ারম্যান, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়;
  • আলতাফ হোসেন গোলন্দাজ(১৫ আগস্ট ১৯৪৭ — ১৭ জুলাই ২০০৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য;
  • ফাহমী গোলন্দাজ বাবেল(জন্ম ৯ সেপ্টেম্বর ১৯৭৬) ময়মনসিংহ-১০ আসন থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য;
  • মোঃফজলুর রহমান সুলতান- সাবেক সংসদ সদস্য;
  • ক্যাপ্টেনগিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য।
Alam Kibria Pasha
Rajan Khan

Recent Posts

  • বাংলাদেশ

5 মিনিটে পাসপোর্ট চেক করার easy ও best উপায়

আপনি কি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন? এই…

14 hours ago
  • বাংলাদেশ

ই-পাসপোর্ট বাংলাদেশ 2024 – আবেদন, ফি, সুবিধা ও সকল তথ্য

১. ভূমিকা ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হলো বায়োমেট্রিক পাসপোর্ট যা একটি ইলেকট্রনিক চিপ সহ ইস্যু…

16 hours ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম 2024

বর্তমান বিশ্বায়নের যুগে, জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম জানা এবং তা অনুসরণ করা প্রতিটি বাংলাদেশি…

1 week ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার সহজ পদ্ধতি

জন্ম নিবন্ধন সনদ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস  যা প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি…

1 week ago
  • বাংলাদেশ

Birth certificate check :কিভাবে নিশ্চিত করবেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য

জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি সহজেই ঘরে বসে আপনার Birth certificate check…

1 week ago
  • বাংলাদেশ

ভ্যালেন্টাইন ডে এর প্রকৃত ইতিহাস/ Actual History of Valentines Days

চলুন জেনে নেয় ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সম্পর্কে , ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট…

1 week ago
Alam Kibria Pasha