খাদলা গ্রাম বায়েক ইউনিয়ন
খাদলা গ্রামের নামকরণ : ‘ খাদ ‘ শব্দের অর্থ গর্ত । খাদলা গ্রামটি বিজনী নদী প্রবাহের দক্ষিণে অবস্থিত । এ নদী প্রবাহ গ্রামটির উত্তর ও দক্ষিণে ছােটবড় বহু খাদের সৃষ্টি করেছে । খাদের পাড়ের গ্রাম বলেই এই গ্রামের নামকরণ হয়েছে খাদলা ।