খাজানগর গ্রাম নবীনগর পৌরসভা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

খাজানগর গ্রাম নবীনগর পৌরসভা

নবীনগর পৌরসভার অন্তর্গত এই খাজানগর গ্রামটি । নবীনগর পৌর এলাকার পূর্বে বুড়িনদীর তীরে এই নতুন গ্রাম খাজানগর । গত শতকের আশির দশকের শুরুতেই চট্টগ্রাম থেকে একজন সূফি সাধক দয়াল বাবা হযরত তারিক শাহ তিনি আবার মধু বাবা নামেই পরিচিত । তিনি এই স্থানটিতে বসতি স্থাপন করেন এবং একপর্যায়ে এই স্থানটির নাম খাজার আস্তানা হিসেবে খাজানগর রূপ লাভ করে । উল্লেখ্য , এই খাজানগরে প্রথম পরিবার বসতি স্থাপন করেন তিনি হলেন নায়েব আলী দলেদার এর পিতা কালু দন্দেদার । খাজা বাবার আস্তানা থেকেই যে খাজানগর এ বিষয়ে কোনাে সন্দেহ নেই ।