কুশাডাঙ্গা গ্রাম স্বরুপপুর ইউনিয়ন
কুশাডাঙ্গা গ্রামকে স্বরুপপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্রবলা হয় কারণ এই গ্রামের বড় সড়কের কোল ঘেঁষে ইউনিয়নপরিষদটি অবস্থিত।সাবেক চেয়ারম্যান এর ( জুলফিকার) এর বাড়ি এই গ্রামের উত্তরপাড়ায়। এই গ্রামে ভৌত অবকাঠামো দ্বারা পরিপূর্ণ। গ্রামটি মহেশপুর থানাথেকে ১৫ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত।মসজিদ,মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ই আছে আমার গ্রামে।
মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন বিশিষ্ঠ বীরমুক্তিযোদ্ধারও জন্ম এই গ্রামে।নাম তার বিল্লাল হোসেন(১৯৪৩–২০০৩)। এশিয়া মহাদেশেেের বৃহত্তর কৃষি খামারের একটি খামারও এই গ্রামেই অবস্থান।১ নং ওয়ার্ডে বিভক্ত গ্রামেটিতে নারী পুরুষ মিলে রয়েছে প্রায় ১৮০০ ভোটার। ৮০% শিক্ষিত লোকের গ্রামটিতে রয়েছে প্রায় ৫০ জন সরকারি কর্মকর্তা কর্ম চারি।