কিশামত প্রানকৃষ্ণ গ্রাম ফুলবাড়ী ইউনিয়ন
ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম কিশামত প্রাণকৃষ্ণ ।গ্রামের উত্তরে সোনাই কাজী ,দক্ষিণে ধনীরাম,পূর্বে জোতকৃষ্ণহরি গ্রাম এবং পশ্চিমে বহমান ধরলা নদী যা গ্রামের অস্থিত্ব হুমকির দ্বারপ্রান্তে । প্রতিবছর যেভাবে গ্রামটি নদী ভাঙ্গনের কবলে পড়ে যদি অতিশীঘ্রই কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সম্পূর্ন গ্রামটি নদী গর্ভে বিলীন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ফুলবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রামটিতে প্রায় ৫ হাজার লোকের বসবাস।ভোটার প্রায় ১৩ শর কাছাকছি।
একসময় গ্রামটিতে হিন্দুদের বসবাস থাকলেও এখন কয়েকটা পরিবার ছাড়া সবাই অন্যত্র চলে গেছে। কারণ নদীর বুকে তাদের ভিটা মাটি।এক সময়ে হিন্দুদের আধিক্য থাকার জন্য কৃষ্ণের ভক্তরা গ্রামটির নাম দেয় প্রাণের কৃষ্ণ। পরবর্তীতে সেই অনুযায়ী গ্রামের নাম হয় কিশামত প্রাণকৃষ্ণ।
গ্রামের মাঝ বরাবর অবস্থিত শতবর্ষী একটি প্রাথমিক বিদ্যালয়। যার নাম মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।স্থাপিত:১৯২০।এছাড়াও ৩ টি মসজিত এবং হিন্দুদের প্রার্থনাগার রয়েছে। গ্রামে রয়েছে একটি বাজার যা গ্রামের সকল মানুষকে একখানে করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা যায়।
গ্রামটিতে শিক্ষিতের পরিমাণ খুবই কম।তার পরেও গ্রামে রয়েছে জনাব মো: আমিনুল ইসলাম,সাবেক অধ্যক্ষ,মো: আজগর আলী মেম্বার,প্রধান শিক্ষক ,সাত্তার আলী কবিরাজ প্রবীণ গ্রাম্য চিকিৎসক ও প্রমুখ ব্যক্তিবর্গ যারা গ্রামের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছেন।